এবারের এশিয়া কাপে একেবারেই নিষ্প্রভ ছিল ফখর জামানের ব্যাট। অথচ পাকিস্তানি টপ-অর্ডার রীতিমতো মারকুটে ব্যাটিংয়ের কারণেই বেশ পরিচিত। টি-টোয়েন্টি সুলভ খেলা দূরে থাক, ফখরের ব্যাট রানও পাননি এই মহাদেশীয় টুর্নামেন্টে। তারমধ্যে ছিল ছোট্ট একটি চোটও। তাতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ মেলেনি তার।
এরপর পাকিস্তানের বিশ্বকাপ দল থেকেও ছিটকে যান ফখর। তবে ফখরের বাদ পড়ার কারণ হিসেবে চোটের দিকে ইঙ্গিত করা হলেও, মূলত সাম্প্রতিক অফ-ফর্মের কারণেই তাকে বিবেচনার বাইরে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। তবে শেষপর্যন্ত অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ডেকেই নিল তারা।
ফখরের বিশ্বকাপ দলে ফেরাটা হয়েছে বেশ বিস্ময় জাগানিয়াভাবে। কারণ, একজন পেশাদার বোলারের বদলে একজন পেশাদার ব্যাটসম্যানকে নিয়েছে পিসিবি। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময়ে ডান হাতে বুড়ো আঙুলে চোট পান উসমান কাদির । তাতেই বিশ্বকাপ শেষ হয়ে যায় এই লেগ-স্পিনারের।
অপরদিকে এশিয়া কাপের পর থেকে মাঠের বাইরে থাকা ফখরের চোট ছিল হাঁটুতে। এশিয়া কাপে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। বর্তমানে চোট সারিয়ে বিশ্বকাপে খেলার জন্য সম্পূর্ণ ফিট এই বাঁহাতি। স্ট্যান্ডবাই তালিকা থেকে ফখরের মূল দলে অন্তর্ভুক্তির কারণে কাদির চলে গেলেন বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায়।