তাকে বলা হয় ক্রিকেট মাঠে বিনোদনের ফেরিওয়ালা। মাঠ বা মাঠের বাইরেও সমানতালে দর্শক মাতিয়ে রাখতে জুড়ি মেলা ভার ক্রিস গেইলের।তবে দীর্ঘদিন ধরেই মাঠের বাইশ গজে দেখা মেলেনি ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যানের।
তবে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। আবারো মাঠে ফিরছেন গেইল। ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের সাথে জুটি বেধেই শুরু হবে তার প্রত্যাবর্তন পর্ব।
তবে এবার আর মূল প্রতিযোগিতায় নয়, সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতে আয়োজিত লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন গেইল। যেখানে গুজরাট জায়ান্টসের হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে তার। ফলে সবকিছু ঠিক থাকলে ভারতের সাবেক আক্রমণাত্মক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের সঙ্গে জুটি বাঁধবেন বিধ্বংসী ক্যারিবিয়ান গেইল।
লিগে অংশ নিতে ইতোমধ্যেই ভারতের কটকে পৌঁছে গেছেন গেইল। ক্রিকেটপ্রেমীরাও এখন পুনরায় গেইলের ব্যাটিং তান্ডব দেখার অপেক্ষায়। টি–টোয়েন্টি ক্রিকেট মানেই যেন ‘ইউনিভার্স বস‘ এর ব্যাটে চার–ছক্কার ফুলঝুরি। সেইসাথে জুটিটা যখন শেবাগের সঙ্গে, তখন তো আর কথাই নেই। আর দুজনের ব্যাট একসাথে হাসলে তো সোনায় সোহাগা।
গেইলের যোগ দেওয়া লিজেন্ডস লিগের সৌন্দর্য্য যেমন বাড়িয়ে দেবে, তেমনি প্রতিপক্ষের জন্যও বাড়তি চিন্তার কারণ। নিজের দিনে গেইলের ব্যাটের কাছে যে কোনো বোলারই পাত্তা পায়না।
উল্লেখ্য, স্বীকৃত টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন গেইল। ছক্কা মেরেছেন ১০৫৬ টি। গেইলের ব্যাটে আবারো তান্ডব দেখার অপেক্ষায় তার ভক্তরা।