বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে পূর্ন শক্তির ইন্ডিয়া টিমেই এসেছে। তবু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ম্যাচেই হেরে গিয়ে সিরিজে খুইয়েছে ভারত। শেষ ম্যাচ জিতে অবশ্য হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বেচেছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের নায়ক যদি হন মেহেদি হাসান মিরাজ। পার্শ্বনায়ক তাহলে সাকিব আল হাসান৷ হাই-ভোল্টেজ এই সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের কুপোকাত করে সাকিব যেমন জাদু দেখিয়েছেন তেমনি নতুন একটি রেকর্ডও করে ফেললেন তিনি। এই সিরিজে বল হাতে ভালো পারফরম্যান্সের সুবাদেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন সাকিব।
বর্তমানে ওয়ানডে ক্রিকেটে অজি লেগ স্পিনারের চেয়ে ১ উইকেট বেশি টাইগার অলরাউন্ডারের ঝুলিতে। অবশ্য ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্নের চেয়ে ৮ উইকেট পিছিয়ে ছিলেন সাকিব। কিন্তু তিন ওয়ানডে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন সাকিব। সেটা আবার ভারতের বিপক্ষে তার প্রথম ফাইফার। পরের দুই ম্যাচে শিকার করেছেন সমান দুটি করে উইকেট। আর তাতেই ওয়ানডেতে সাকিবের মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ২৯৪। এই উইকেট শিকার করতে সাকিব ম্যাচ খেলেছেন ২২৪টি। ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৪.৪৪ করে।
অপরদিকে সাকিবের চেয়ে কম ম্যাচ খেলেও ওয়ার্নের উইকেট ২৯৩। ১৯৪ ম্যাচের ক্যারিয়ারে ৪.২৫ ইকোনমি রেটে বোলিং করেছেন সাবেক এই লেগ স্পিনার। তবে সাকিবের সামনে সুযোগ থাকছে আরো উইকেট শিকারের। কারণ, এখনো লম্বা সময় খেলে যেতে পারবেন তিনি। টাইগার অলরাউন্ডারের ফিটনেস এবং ফর্ম, দুটোই কথা বলছে পক্ষে। যে কারণে সম্ভাবনার ফানুশটা উড়ছেই।
আপাতত ওয়ানডে সিরিজ শেষ। সাকিবের সামনে এখন টেস্ট মিশন। ভারতের বিপক্ষে দুই টেস্টে ব্যাটে-বলে যেমন গুরুদায়িত্ব থাকছে, তেমনি নেতৃত্বের ভারও তার কাঁধে। সবমিলিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে এই সিরিজটি হতে যাচ্ছে রোমাঞ্চকর। সেই রোমাঞ্চ সাকিব কতটা ছড়িয়ে দিতে পারেন, তাই দেখার অপেক্ষা। চোখ রাখতে হবে চট্টগ্রাম এবং ঢাকার ম্যাচ ভেন্যুতে।