Skip to main content

শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন সাকিব

শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন সাকিব

বাংলাদেশ সফরে  টাইগারদের বিপক্ষে পূর্ন শক্তির ইন্ডিয়া টিমেই এসেছে। তবু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ম্যাচেই  হেরে গিয়ে সিরিজে খুইয়েছে ভারত। শেষ ম্যাচ জিতে অবশ্য হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বেচেছে টিম  ইন্ডিয়া। সিরিজ জয়ের নায়ক যদি হন মেহেদি হাসান মিরাজ। পার্শ্বনায়ক তাহলে সাকিব আল হাসান৷ হাই-ভোল্টেজ এই  সিরিজে  ভারতীয় ব্যাটসম্যানদের কুপোকাত করে  সাকিব যেমন জাদু দেখিয়েছেন তেমনি নতুন একটি রেকর্ডও করে ফেললেন তিনি। এই সিরিজে বল হাতে ভালো পারফরম্যান্সের সুবাদেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন সাকিব। 

বর্তমানে ওয়ানডে ক্রিকেটে অজি লেগ স্পিনারের চেয়ে ১ উইকেট বেশি টাইগার অলরাউন্ডারের ঝুলিতে। অবশ্য ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্নের চেয়ে ৮ উইকেট পিছিয়ে ছিলেন সাকিব। কিন্তু তিন ওয়ানডে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন সাকিব। সেটা আবার ভারতের বিপক্ষে তার প্রথম ফাইফার। পরের দুই ম্যাচে শিকার করেছেন সমান দুটি করে উইকেট। আর তাতেই ওয়ানডেতে সাকিবের মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ২৯৪। এই উইকেট শিকার করতে সাকিব ম্যাচ খেলেছেন ২২৪টি। ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৪.৪৪ করে।

অপরদিকে সাকিবের চেয়ে কম ম্যাচ খেলেও ওয়ার্নের উইকেট ২৯৩। ১৯৪ ম্যাচের ক্যারিয়ারে ৪.২৫ ইকোনমি রেটে বোলিং করেছেন সাবেক এই লেগ স্পিনার। তবে সাকিবের সামনে সুযোগ থাকছে আরো উইকেট শিকারের। কারণ, এখনো লম্বা সময় খেলে যেতে পারবেন তিনি। টাইগার অলরাউন্ডারের ফিটনেস এবং ফর্ম, দুটোই কথা বলছে পক্ষে। যে কারণে সম্ভাবনার ফানুশটা উড়ছেই।

আপাতত ওয়ানডে সিরিজ শেষ। সাকিবের সামনে এখন টেস্ট মিশন। ভারতের বিপক্ষে দুই টেস্টে ব্যাটে-বলে যেমন গুরুদায়িত্ব থাকছে, তেমনি নেতৃত্বের ভারও তার কাঁধে। সবমিলিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে এই সিরিজটি হতে যাচ্ছে রোমাঞ্চকর। সেই রোমাঞ্চ সাকিব কতটা ছড়িয়ে দিতে পারেন, তাই দেখার অপেক্ষা। চোখ রাখতে হবে চট্টগ্রাম এবং ঢাকার ম্যাচ ভেন্যুতে।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...