কিছুদিন আগে নিউজিল্যান্ডের ক্রিকেটে বর্ণবিদ্বেষের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন রস টেলর। ফের অভিযোগ করলেন তিনি। তবে এবারের অভিযোগটা আইপিএলকে নিয়ে। খারাপ পারফরম্যান্স করার জন্য আইপিএল মালিক তাকে তিন-চার বার চড় মেরেছিলেন। টেলরের ধারণা মোটেও মজা করে মারা হয়নি সেই চড়।
আত্মজজীবনী “ব্ল্যাক অ্যান্ড হোয়াইট” -এ এঘটনার কথা উল্লেখ করেন তিনি। তখন রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন টেলর।
তিনি লিখেছেন, ” মোহালিতে সেই ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলছিল রাজস্থান। ১৯৫ রান তুলতে হত। আমি শূন্য রানে এলবিডব্লিউ হয়ে যাই। লক্ষ্যমাত্রার ধারে কাছে যেতে পারিনি আমরা।”
তিনি আরও লিখেছেন, ” ম্যাচের পর গোটা দল, সাপোর্ট স্টাফ এবং পরিচালক সমিতি হোটেলের সবচেয়ে উপরের ফ্লোরে একটি বারে ছিল। সেখানে শেন ওয়ার্নের সঙ্গে লিজ বার্লিও ছিল। হঠাৎ রাজস্থানের এক মালিক এসে আমাকে বলেন, ‘ রস তোমাকে লাখ লাখ ডলার দিয়ে শূন্য রান করার জন্য নিয়ে আসিনি। এরপরই আমাকে তিন চার বার চড় মারে।”
ঘটনার শেষ এখানেই নয়। টেলর আরও লিখেছেন, “ওরা ওই ঘটনার পর হাসাহাসি করছিল। হয়ত ভেবেছিল খুব জোরে চড় মারেনি। কিন্তু একবারও মনে হয়নি সেটা অভিনয় ছিল। কোন দিনই এটা নিয়ে প্রতিবাদ করতে চাইনি। তবে কোন পেশাদার প্রতিযোগিতায় এমন হতে পারে বলে আমার ধারণা ছিল না।”
২০১১ আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছিলেন টেলর। এর আগে বেঙ্গালুরুর হয়ে ২০০৮-২০১০ পর্যন্ত খেলেছিলেন। পরবর্তীতে দিল্লি ডেয়ারডেভিলস ( বর্তমান দিল্লি ক্যাপিটালস) এবং পুনে ওয়ারিয়র্সের হয়েও খেলেছিলেন এই খেলোয়াড়।