এবারের এশিয়া কাপে নেই পাকিস্তানের অন্যতম তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিকই আছেন এই তরুণ পেসার। গত টি টোয়েন্টি বিশ্বকাপে এই শাহীনের কাছেই এক প্রকার হেরেছিল টিম ইন্ডিয়া৷ ভারতকে ১০ উইকেটে হারানোর অন্যতম কারিগর ও তিনি। তুলে নিয়েছিলেন কোহলি, রোহিত, কেএল রাহুললের উইকেট।
এবারের এশিয়া কাপে আবার যখন মুখোমুখি দুই দল ঘুরে ফিরে আসছে সেই ম্যাচের স্মৃতি। দুবাইতে অনুশীলনে আফ্রিদির সাথে দেখা হয় কেএল রাহুললের। তিনি আফ্রিদির চোটের খোজ নেন, তার সুস্থতা কামনা করেন।
পরে এক সাক্ষাৎকারে কেএল রাহুল বলেন ” শাহিন বিশ্বমানের বোলার। বিশ্বক্রিকেটে এখন বাঁহাতি পেসাররা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তারা রীতিমতো ব্যাটসম্যানদের সমস্যায় ফেলছেন। শাহিন খেললে আমাদের জন্য ভালো অভিজ্ঞতা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত সে চোটাক্রান্ত।’
উল্লেখ্য গত শ্রীলঙ্কা সফরে গল টেস্টে চোট পান শাহীন। এশিয়া কাপের দল থেকে ছিটকে গেলেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের চাওয়ায় তিনি দুবাইতে পাকিস্তান দলের সঙ্গে আছেন। সেখানেই তার রিহ্যাব চলছে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই মূলত শাহীনকে সুস্থ করে দলে ফিরিয়ে আনতে চান বাবর।