বিশ্বকাপে মাঠে নামার আগে প্রস্তুতির কোন খামতি রাখছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির বিপক্ষে লড়তে বিশেষ প্রস্তুতি নিয়েছেন ভারত অধিনায়ক। বিশ্বকাপের প্রতিযোগিতায় মাঠে নামার আগে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
পাকিস্তানের অন্যতম প্রধান বোলিং অস্ত্র শাহিন আফ্রিদি। তার বোলিং আক্রমণ বিধ্বস্ত করতে পারে যেকোনো বড় ব্যাটারকে। কিন্তু সেই শাহিন আফ্রিদিরাই এবার থাকতে পারেন আতঙ্কে। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে রোহিতদের অনুশীলন দেখলেই যেন তা বোঝা যায়।
পাকিস্তানের সাথে ম্যাচের আগে অনুশীলনে প্রায় দেড় ঘন্টার মত নিজেকে ব্যস্ত রাখেন রোহিত। গতি এবং সুইংয়ের বিরুদ্ধে নিজেকে বেশি প্রস্তুত করতে দেখা যায় এই ওপেনারকে। উল্টো দিকের উইকেটের কাছাকাছি জায়গা দিয়ে শট মারতে দেখা গিয়েছে তাকে। মাঝে তাকে থ্রো ডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নের থ্রো ডাউনও নিতে দেখা যায় । মুখে না বললেও তার অনুশীলনই থেকেই বোঝা যায়, শাহিনদের বিপক্ষে লড়তে বেশ পাকাপোক্ত প্রস্তুতিই গ্রহণ করেছেন রোহিতরা।
অনুশীলনে রোহিতের সঙ্গে দেখা যায় দীনেশ কার্তিক, দীপক হুদাকেও। অনুশীলনের অধিকাংশ সময়ে কার্তিককে সাধারণ শটই খেলতে দেখা যায়। পাশাপাশি স্কুপ, রিভার্স ল্যাপ স্কুপ এবং পুল শটও খেলেন কয়েকটা।
গত টি টোয়েন্টি বিশ্বকাপে শাহীন আগুনেই উড়ে গিয়েছিলো ভারত। কোহলির নেতৃত্বাধীন দলকে ১০ উইকেটে হারিয়ে প্রথমবার বারের মত বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পায় পাকিস্তান। বিশ্বকাপে আরেকটি ভারত– পাকিস্তান লড়াইয়ে নামার আগে তাই শাহিনকে নিয়ে বাড়তি সতর্কতা ভারত শিবিরে। শেষ হাসি কে হাসবে? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা।