BJ Sports – Cricket Prediction, Live Score

শাহিন আফ্রিদিকে যে পরামর্শ দিলেন শামি

Shami's advice to Shaheen Afridi 

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ২২ অক্টোবর। প্রথম দিনেই মাঠে নামবে পাকিস্তান এবং ভারত। তার আগেই সাক্ষাত হয়ে গেল দুই দলের বর্তমান দুই সেরা বোলারের। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের অনুশীলন করার সময় মোহাম্মদ শামিকে দেখতে পান শাহিন শাহ আফ্রিদি। এসময় দুজনের কুশল বিনিময়ও হয়।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শাহিন যখন অনুশীলন করছেন তখন কিছুটা দূরে অবস্থা করছেন শামি। এরপর শামির কাছে ছুটে যান শাহিন। কুশল বিনিময়ের সময় ভারতীয় পেসারকে শাহিন বলেন, ‘কেমন আছেন শামি ভাই?’ উত্তরে শামিও শাহিনের খোঁজখবর নেন।

কথার একপর্যায়ে শামির বোলিংয়ের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে শাহিন বলেন, ‘যখন থেকে বোলিং শুরু করেছি, তখন থেকেই আমি আপনাকে অনুসরণ করি। তখন থেকেই আপনার রিস্ট পজিশন এবং  সিমের ভক্ত।’ শাহিনের কথা শুনে উত্তরে শামি বলেন, ‘যদি রিলিজ পয়েন্ট ঠিক থাকে, তাহলে সিমও ঠিক হয়ে যাবে।পরে বোলিং নিয়ে দুজনের মধ্যে আলোচনা করতেও দেখা যায়।

উল্লেখ্য, ভারতের বিশ্বকাপে দলে শুরুতে জায়গা হয়নি শামির। কিন্তু ভাগ্যের খেলায় বিজয়ী এই ডানহাতি পেসারের কপাল খুলে যায় জসপ্রিত বুমরাহর চোটের কারণে। এরপর অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিয়ে নিজের সেরা ছন্দও খুঁজে পেয়েছেন শামি। প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ বোলিং করে আলোচনায় চলে আসেন তিনি।

Exit mobile version