দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো। মোট ছয়টি দল নিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগ। তবে ছয়টি দলেরই মালিকানা থাকছে আইপিএল দলগুলোর মালিকদের হাতে। বিষয়টি নিশ্চিৎ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
কেপ টাউনের নিউল্যান্ডস শহরের দলটি কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক কিনেছে ডারবারের কিংসল্যান্ডের দল। সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কিনেছে সেন্ট জর্জেস পার্কের দল। রাজস্থান রয়েলসের মালিক কিনেছে পার্লের বোলান্ড পার্কের দল। দিল্লি ক্যাপিটালসের মালিক কিনেছে প্রিটোরিয়াস সুপারস্পোর্টস পার্কের দলটি।
দক্ষিণ আফ্রিকার লিগে আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল কিনলেও এখনো কোনো দল কেনেননি কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড বাদশা। তবে কি দক্ষিন আফ্রিকার লিগে দল কিনবেননা তিনি?
২০১৭ সালে কেপ টাউনের দলটি কিনেছিল রেড চিলিজ। এবার সেটি কিনেছে মুম্বাইয়ের মালিক। ভারত ছাড়িয়ে ক্যারিবিয়ান লিগেও দল কিনেছেন শাহরুখ খান। তাই এখন পর্যন্ত কিং খান আফ্রিকান লিগে দল না কেনায় অনেকেই অবাক হয়েছেন। ক্রিকেট বিশ্লেষকদের ধারনা শেষ পর্যন্ত আফ্রিকার লিগেও থাকবে শাহরুখের দল।
দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের প্রধান গ্রায়েম স্মিথ গনমাধ্যমকে বলেন , ‘২০২৩ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হবে এই লিগ। আমরা নতুন ছয়টি দলকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য এটা দারুণ সময়। ক্রিকেট বিশ্বে এখনো যে দক্ষিণ আফ্রিকার গুরুত্ব রয়েছে, সেটাই প্রমাণ করে এই লিগ।’
স্মিথ আরো বলেন, ‘যারা দলগুলোর মালিক, তাদের টি-টোয়েন্টি লিগে দল চালানোর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা আমাদের লিগে খুব কার্যকর হবে।’ উল্লেখ্য, এই টি-টোয়েন্টি লিগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে, ওই সময়ের অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড।