BJ Sports – Cricket Prediction, Live Score

শহীদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন শাহিন আফ্রিদি

শহীদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন শাহিন আফ্রিদি

Shaheen Afridi marries Shahid Afridi's daughter Ansha

পাকিস্তানের ক্রিকেটে আবার বাজলো বিয়ের বাজনা।দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যচ্ছিলো, শহীদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। দুজনই দুই প্রজন্মের ক্রিকেটার। তবে মাঠের পারফরম্যান্সে দুজনই পাকিস্তানের হয়ে সামনে থেকে প্রতিনিধিত্ব করেছেন। অবশেষে সব জল্পনাকল্পনার অবসান  হলো। আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন শাহিন। দুই পরিবারের উপস্থিতিতেই হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

শুক্রবার শাহিন এবং আনশার বিয়ে সম্পন্ন হয়েছে, করাচির গ্র্যান্ড মসজিদে। এর আগে বৃহস্পতিবার নতুন এই জুটির মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। করাচিতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে দুজনের আকদ, কাবিন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাহিন এবং আনশার পরিবারের সদস্যরা। বাদ যাননি পাকিস্তান দলের ক্রিকেটার এবং সংশ্লিষ্টরাও।

শাহিনের বিয়ের অনুষ্ঠান পরিণত হয়েছে তারকার মেলায়। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম থেকে শুরু করে সরফরাজ আহমেদ, নাসিম শাহ, শাদাব খানদের মতো তারকা ক্রিকেটাররা বিয়েতে উপস্থিত ছিলেন। অবশ্য দেশের বাইরে থাকায়, তার অনেক সতীর্থই বিয়েতে উপস্থিত হতে পারেননি। তারমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ব্যস্ত মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির এবং হাসান আলিরা।

এদিকে আনশাকে বিয়ে করতে পেরে বেশ খুশি শাহিন। পাকিস্তানি পেসার জানিয়েছেন, তার স্বপ্ন পূরণ হয়েছে। প্রসঙ্গে শাহিন বলেন, ” আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আনশাকে বিয়ে করবো। বলতে গেলে এটা আমার স্বপ্ন ছিল। আজ (বিয়ের দিন) সেই স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহর প্রতি অনেক শুকরিয়া। সবার কাছে দোয়া চাই। আমার নারী ভক্তদের নিয়ে হয়তো আনশা হিংসা করতে পারে।

অবশ্য প্রিয়তমাকে নিয়ে মধুচন্দ্রিমার জন্য খুব বেশিদিন সময় পাচ্ছেন না শাহিন। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। আর এই আসর দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরবেন এই পেসার। মাত্রই চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। পিএসএল দিয়ে তাকে মাঠে নামাতে অপেক্ষা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কারণ, সামনে আছে ওয়ানডে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর।

এদিকে এই পাক পেসারের বিয়ের পর তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছে নেটিজেনরা। নারী ভক্তদের অনেকেই মজা করে লিখেছেন তাদের মন ভেঙ্গে গেছে। অন্যদিকে অনেকে আবার লিখেছেন পাকিস্তানের ক্রিকেটে জামাইশ্বশুর যুগ শুরু হলো। দেখা যাক বিয়ের পর স্ত্রী ভাগ্য শাহিনের জন্য কতোটা সফলতা বয়ে আনে।

Exit mobile version