ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার একটি টুইট করেছেন। কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফেরায় টেন্ডুলকারের উচ্ছ্বাস প্রকাশ দেখে ভাল লেগেছিল লাবুশনের। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান তাই সেখানে একটি মন্তব্য করেন। তবে তিনি কি আর জানতেন এতেই পরতে হবে তাকে ভারতীয় তথা শচীনের ভক্তদের রোশানলে?
২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফেরানো হয়েছে। সেখানে মেয়েদের টি২০ ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত আর অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগেই শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন “কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরতে দেখে ভাল লাগছে।আশা করি এটি আমাদের খেলাটাকে নতুন দর্শকদের কাছে পৌছে দেবে। কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারতের মেয়েদের জন্য শুভকামনা রইল। “
এই টুইটে লাবুশেনের মন্তব্য ছিল ” সহমত শচীন। অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ দিয়ে শুরু, এটা বেশ রোমাঞ্চকর।” খুবই সাদামাটা মন্তব্যের পরেও ভারতীয় ভক্তদের তোপের মুখে পরেছেন লাবুশেন। কারন তিনি শচীনকে স্যার না বলে শুধু শচীন বলে সম্মোধন করেন।।
শচীন টেন্ডুলকার ভারতীয়দের নিকট ক্রিকেট ঈশ্বর।অনেকেই তাই লাবুশেনের ঐ মন্তব্যে চটেছেন।কেউ লিখেছেন তিনি ক্রিকেট খেলাটির অন্যতম ব্রান্ড তাকে কিছু সম্মান তো দেখাও লাবুশেন। আরেকজন লিখেছেন ভারতের কেউ তার সাথে এভাবে কথা বলেনা।
নেটিজেনদের আরেকজন লিখেছেন তার যখন অভিষেক তুমি তখন ন্যাপি পড়তে লাবুশেন। বেচারা লাবুশেন! ছোট্ট একটি মন্তব্য ঘিরে যে এভাবে তুলকালাম কান্ড হবে স্বপ্নেও হয়ত ভাবেননি। তবে এই বিষয়ে মুখ খোলেননি শচীন।