BJ Sports – Cricket Prediction, Live Score

ল্যাটার‍্যাল ফ্লো টেস্টে পজিটিভ ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী; তাঁর পাশাপাশি আইসোলেশনে ৩জন সাপোর্ট স্টাফ

দ্য ওভালে ভারত-ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট চলাকালীন কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। গতকাল রবিবার ম্যাচের চতুর্থ দিনে এই খবর নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতীয় দলের কোচিং স্টাফের আরও তিনজন পজিটিভ না হলেও শাস্ত্রীর সংস্পর্শে আসায় তাদের দল থেকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হয়েছে। 

বিসিসিআই জানিয়েছে, গত শনিবার ম্যাচের তৃতীয় দিন শেষে গতকাল ল্যাটারাল ফ্লো টেস্টে শাস্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে। তার সঙ্গে আইসোলেশনে যাওয়া বাকি তিনজন হলেন- বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ রামকৃষ্ণ শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল। সবাইকে গতকালই আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে এবং টেস্টের রেজাল্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

ভারতীয় দলের কোচ কোভিড-19 এ সংক্রমিত হলেও চতুর্থ দিনের খেলা যথাসময়ে শুরু হয়েছে। দলের বাকি সবাই দুটি ল্যাটারাল ফ্লো টেস্টে নেগেটিভ এসেছে। চতুর্থ দিন সকালে খেলা শুরু হওয়ার আগেও আরো একবার টেস্ট করানো হয়েছে সবার। ফলে তাদের খেলতে বাধা নেই। তবে কীভাবে শাস্ত্রী কোভিড-19 সংক্রমিত হলেন- সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে কোভিড-19 এ সংক্রমিত হওয়া অবশ্য এটিই প্রথম নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সময় ক্রুনাল পান্ডিয়া কোভিড-19 টেস্টে পজিটিভ হয়েছিলেন, এবং তার সংস্পর্শে আসা দলের আরও আট সদস্যকে আইসোলেশনে যেতে হয়েছিল। যার ফলে, সিরিজটি একদিন পিছিয়ে গিয়েছিল। এছাড়াও, টেস্টে প্রথম পছন্দের উইকেটরক্ষক ঋষভ পন্ত এবং আরও দুই ভারতীয় খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল এবং কে গৌতম সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। 

গত জুন থেকে ইংল্যান্ড সফর করছে ভারত। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা আছে। এ সিরিজে মাঠে থেকেই খেলা দেখতে পারছেন দর্শকেরা।  

ভারত-ইংল্যান্ড সিরিজের আরও আপডেটের জন্য Baji -র সাথেই থাকুন!

Exit mobile version