ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লোকেশ রাহুল। বুধবার এলিমেনেটর রাউন্ডে ব্যাঙ্গালোরের কাছে হেরে টুর্ণামেন্ট থেকে ছিটকে যায় তার দল।
সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, অধিনায়ক হলেও দলে মূল ব্যাটসম্যানের দায়িত্বটা পালন করতে পারেন নি রাহুল। আগামীতে তাই বাড়তি চাপ না নিয়ে রাহুলকে ব্যাটিং উপভোগ করার পরামর্শ দিয়েছেন এই ধারাভাষ্যকার।
ব্যাঙ্গালোরের বিপক্ষে ১৯ তম ওভার পর্যন্ত খেলে ৫৮ বলে ৭৯ রানের ইনিংসে দলকে জয় উপহার দিতে পারেন নি রাহুল। ইএসপিএনক্রিকইনফোর ‘টি-২০ টাইম আউট’ অনুষ্ঠানে জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, অধিনায়ক হলেও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের মূল স্তম্ভ হতে পারেন নি রাহুল।
মাঞ্জরেকার বলেন, ‘আমরা রাহুলের খেলা যথেষ্ট দেখেছি। এখন আমরা জানি, সে কখন একজন খেলোয়াড়, অধিনায়ক, দলের মূল খেলোয়াড় হয়ে উঠবে…আমি বলতে চাইছি, বিরাট কোহলি এই ধরনের দায়িত্ব পছন্দ করে। ধোনি এটা পছন্দ করে। আমি মনে করি, এই মৌসুম বাদ দিলে রোহিত শর্মাও এই ধরনের দায়িত্ব পছন্দ করে। তবে রাহুল হয়তো এই ধরনের দায়িত্ব নেওয়ার জন্য স্বভাবগতভাবে উপযুক্ত নয়। তাদের শক্তি-সামর্থ্য একটু অন্য ধরনের, হয়তো রাহুলের তা নয়।’
মঞ্জরেকার আরো বলেন, ‘একজন কোচ হিসেবে আমি তার মাথায় বিষয়টি গেঁথে দিতে চাই যে, ‘আমি আশা করছি না যে তুমি ম্যাচ জেতাবে। তুমি শুধু মাঠে নামো এবং মজা করো। তখন দেখবে, ফলাফল আসতে শুরু করেছে।’ তাই আমি মনে করি, আইপিএলের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার স্ট্রাইক রেট অনেক ভালো। কারণ সেখানে সে কেবলই অনেক ব্যাটসম্যানের মধ্যে একজন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অন্যদের সঙ্গে সেখানে খেলে সে, তাই সেখানে সে নিজেকে মেলে ধরতে পারে।’
ব্যাঙ্গালোরের বিপক্ষে ইনিংস দেখে মাঞ্জরেকারের মনে পড়েছে পাঞ্জাবের জার্সিতে রাহুলের খেলা ইনিংসগুলোর কথা। তিনি বলেন, ‘রাহুলের এই ইনিংসটির মতো এমন কিছু আমরা আগেও দেখেছি, যখন সে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিল। তারা (পাঞ্জাব) রান তাড়া করতে পারত না।
রাহুল শেষ পর্যন্ত খেলত, তারা হয়তো তিন-চারটা উইকেট হারাত এবং (নিকোলাস) পুরান ব্যাটিংয়ে আসত। এখানেও একই চিত্র। যেমন, (লক্ষ্ণৌর ইনিংসে) এভিন লুইস, ক্রুনাল পান্ডিয়া শেষ দুই ওভারে ব্যাটিংয়ে এসেছিল। এর একটু আগে (মার্কাস) স্টয়নিস। তাই তাদের এগুলো নিয়ে কাজ করতে হবে।’