ক্রিকেট ভক্তদের জন্য সুখবরই বটে। অবসর নেয়া ক্রিকেট তারকাদের ফের দেখা যাবে মাঠের ২২ গজের লড়াইয়ে। ব্যাট আর বল হাতে ফের ক্রিকেট যুদ্ধে নামবেন গম্ভীর, জ্যাক ক্যালিসরা৷ সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট।
যেখানে গৌতম গম্ভীরের দল ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলবেন সাবেক বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ডেকে নেয় ক্যাপিটালস।
এই টুর্নামেন্ট শুরুর আগে ইন্ডিয়া মহারাজা দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। সেই ম্যাচে সাবেক ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের নেতৃত্বে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে মাঠে নামতে দেখা যাবে মাশরাফিকে।
এই টুর্নামেন্টের প্রথম আসর হয়েছে তিনটি দল নিয়ে, ওমানের মাসকটে। এবার অংশ নিবে চারটি দল। ইন্ডিয়া ক্যাপিটালস, গুজরাট লায়ন্স, মনিপাল টাইগার্স এবং বিলওয়ারা কিংস। মোট ম্যাচ ১৫টি। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লক্ষ্ণৌ, দিল্লী, কুটাক, রাজকোট এবং যোধপুরে।
এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে ক্রিকেট বিশ্বে। সাবেক তারকাদের ক্রিকেট লড়াই দেখতে যেন তর সইছে না ভক্তদের৷ আয়োজকরা জানিয়েছে টুর্নামেন্টটি সফলভাবে শেষ করতে তারা বদ্ধপরিকর।