আবারও দুঃস্বপ্নের মতো একটি ওভার করলেন ইংল্যান্ডের জার্সিতে সফল পেসার স্টুয়ার্ট ব্রড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বিপক্ষে এক ওভারে হজম করেছিলেন ৬ ছক্কা। দিয়েছিলেন ৩৬ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যা সর্ব্বোচ্চ রান খরুচে ওভার হিসেবে রেকর্ড করে নিয়েছিল।
এবার আরেকটি রেকর্ড গড়লেন ব্রড, প্রতিপক্ষ আবারো সেই ভারত। ভারতের বিপক্ষে চলমান টেস্টে এক ওভারে ৩৫ রান দিয়েছেন ব্রড। তাও আবার এক বোলারের বিপক্ষে বল করে। ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে ব্রডের এক ওভারেই তুলে নিয়েছেন ৩৫ রান। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান খরুচে ওভার হিসেবে রেকর্ড করে নিয়েছে।
এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের ৮৪ তম ওভারে ঘটেছে এমন ঘটনা। ব্রডের করা ওই ওভারের পূর্বে ৭ বল খেলেও কোন রান নিতে সক্ষম হননি বুমরা। তবে ব্রডের ওই ওভারে তার মনে কি ভর করেছিল সেটা একমাত্র ভারতীয় অধিনায়কই বলতে পারবেন। ব্রডের এই ওভারে রান এল যথাক্রমে—৪, ৫ (ওয়াইড), ৭ (নো বল), ৪, ৪, ৪, ৬ ও ১! সব মিলিয়ে রান উঠল ৩৫—টেস্টে এক ওভারে এটি সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।
এমন ব্যাটিংয়ের মাধ্যমে পুরনো একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন বুমরা। ২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। লারার সেই রেকর্ড অনায়াসেই টপকে গেছেন ভারতীয় অধিনায়ক। ইনিংস শেষে ১৬ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন বুমরা।
৪১৬ রান করে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ভারত।ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে করেছে ৮৪ রান। ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন সেই অধিনায়ক বুমরাহ। অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেয়া একেই বলে!