Skip to main content

ধর্ষনে অভিযুক্ত লামিচানে এবার ৭ দিনের পুলিশি হেফাজতে 

ধর্ষনে অভিযুক্ত লামিচানে এবার ৭ দিনের পুলিশি হেফাজতে 

পার পেলেন না নেপালের জাতীয় দলের ক্রিকেটার সন্দীপ লামিচানে। ধর্ষনে অভিযুক্ত এই ক্রিকেটারকে দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিলো আদালত। নেপালের রাজধানী কাঠমুন্ডু জেলা আদালত এই নির্দেশ দেয়।

গত মাসে লামিচানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। লামিচানের ভক্ত হিসেবে পরিচয় দেয়া কিশোরী দাবী করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথনের পর একসময় তারা দেখা করেন। দেখা করায় রাত আটটা বেজে গেলে ওই কিশোরীর হোস্টেল বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়েই লামিচানের সঙ্গে হোটেলে রাত কাটান তিনি ওই কিশোরী আলাদা রুমে থাকতে চাইলেও লামিচানের কথায় তাকে একঘরে রাত কাটাতে হয়। আর সেখানেই নাকি লামিচানে কতৃক দুইবার ধর্ষনের শিকার হন কিশোরী।

তবে ওই ঘটনার পরের দিনই সিপিএল খেলার জন্য দেশ ছেড়ে ওয়েস্ট ইন্ডিজ যান লামিচানেকে। তার গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। তবে গত অক্টোবর সিপিএল খেলে দেশে ফিরেন লামিচানে। তখন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে। 

ইতোমধ্যেই এই ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের অনেকেই বলছেন ঘটনা প্রমাণিত হলে লামিচানেকে যেন কঠোর সাজা দেয়া হয়। কেউ আবার বলছেন ভদ্রলোকের খেলা ক্রিকেটে লামিচানে ক্রিকেটারদের ভাবমূর্তি নষ্ট করেছে।

লামিচানে অবশ্য তদন্তে পুলিশকে সহোযোগিতা করবেন বলে জানিয়েছিলেন। দেশে পা রাখার আগে টুইটারে এক টুইটে তিনি লিখেছিলেন, “খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা কল্পনাই করতে পারছি না। আশা করব আমাদের আইনি ব্যবস্থায় নিশ্চয়ই কোনও উপায় থাকবে এক জন নির্দোষকে তার সম্মান ফিরিয়ে দেওয়া হবে আমি সঠিক বিচার পাব এবং আবার ক্রিকেট মাঠে ফিরব। দেশের নাম উজ্জ্বল করার জন্য চাইব খুব তাড়াতাড়ি শুনানি হোক।

উল্লেখ্য, লামিচানে একমাত্র নেপালি ক্রিকেটার যিনি আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন। এছাড়াও বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি লিগেও খেলেছেন তিনি। ২০২১ সালে নেপালের জাতীয় দলের অধিনায়কও করা হয় তাকে।অবশ্য ধর্ষনের অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয় নেপাল ক্রিকেট থেকে।কয়েক দিনের মধ্যে জানা যাবে কি আছে এই ক্রিকেটারের ভাগ্যে।

আরো আজকের ট্রেন্ডিং

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...