সম্প্রতি নেপালের জাতীয় দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নেপালের একটি আদালত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ– সিপিএল খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন এই ক্রিকেটার। দেশের বাইরে থাকায় তাকে ধরতে ইন্টারপোলের সাহায্যও নিতে পারে নেপাল পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর এএনআইয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ বছর বয়সী এক কিশোরী লামিচানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনেছেন। দেখা করার প্রস্তাব দিয়ে ধর্ষন করার অভিযোগ করেছেন ওই কিশোরী।
গণমাধ্যমকে তিনি বলেন ” আমি অনেক আগে থেকেই লামিচানের ভক্ত। এক পর্যায়ে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। ধীরে ধীরে আমরা বন্ধু হই। তারপর নিয়মিত হোয়াটসঅ্যাপে ও স্ন্যাপচ্যাটে আমাদের কথা হতো। পরে লামিচানে নিজেই প্রথম দেখা করার প্রস্তাব দেন। আর সিপিএল খেলত দেশে ছাড়ার আগে রাতে ২২ আগস্ট ধর্ষনের ঘটনা ঘটান তিনি৷
অভিযোগ পাওয়ার পর কাঠমুন্ডুর ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জের প্রধান বাহাদুর বোহোরা জানিয়েছেন, ” ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। তদন্তের জন্য সেদিনই হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।“
ধর্ষনের অভিযোগে অভিযুক্ত সন্দীপ বর্তমানে দেশের বাইরে আছেন। জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে তিনি এখন ওয়েস্ট ইন্ডিজে আছেন। তাই তাকে ধরতে ইন্টারপোলের সাহায্যও নিতে পারে নেপাল পুলিশ।
তবে ধর্ষনের অভিযোগ ওঠা নিয়ে এখনো মুখ খোলেননি এই ক্রিকেটার। নেপালের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি লিগেও খেলতে দেখা যায় তাকে।
তিনিই প্রথম নেপালি ক্রিকেটার যিনি আইপিএল খেলেছেন। তবে তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ওঠায় তার ক্রিকেট ক্যারিয়ার এখন হুমকির মুখে। ইতোমধ্যে নেপাল ক্রিকেট বোর্ড তাকে ক্রিকেটে নিষিদ্ধ ও করেছে।