মাসখানেক ধরে শ্রীলঙ্কায় চলছে চরম অস্থিরতা। অর্থনৈতিক বিপর্যয়ের পর গণবিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বিক্ষোভ এখনও চলছে। দ্বীপ রাষ্ট্রটির রাজনৈতিক অস্থিরতাও চরমে। সরকার দলীয় নেতাকর্মী ও বিক্ষোভকারদের মধ্যে প্রায়শই হচ্ছে সংঘর্ষ।
এমন পরিস্থিতিতেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ রবিবার প্রথম টেস্টে টাইগারদের মুখোমুখি হবে লঙ্কানরা। এরপর জুলাই-আগস্টে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের।
শ্রীলঙ্কার এহেন পরিস্থিতিতে জুলাই-আগস্টে সেই সিরিজ আয়োজনেও আছে শঙ্কা। এমন অবস্থায় কীভাবে হবে সেই সিরিজগুলো? শঙ্কা থাকলেও শ্রীলঙ্কা সফর করতে কোন সমস্যা নেই পাকিস্তানের। দেশটির বাজে পরিস্থিতিতে তাদের পাশে ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়াতে চায় পিসিবি।
সফরটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা যে কোনো খারাপ পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়াতে তৈরি এবং এই টেস্ট সিরিজের জন্য দেশটিতে সফর করতে আমাদের কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই মজবুত। দুই দেশ বরাবরই খারাপ পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়িয়েছে। সিরিজ সংক্রান্ত শেষ সিদ্ধান্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নেবে।’
লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলার পূর্বে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকেই উড়াল দেয়ার কথা আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। এদিকে, লঙ্কান প্রিমিয়ার লীগের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে টুর্ণামেন্টটি আয়োজন করতে চায় তারা। তবে, লঙ্কানদের যে কোন শর্ত মেনে নিতে প্রস্তুত পাকিস্তান। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতেও খেলতে রাজি পিসিবি। পিসিবির সেই কর্মকর্তা আরও বলেছেন, ‘শ্রীলঙ্কান বোর্ড যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমরা মেনে নেব। যদি আমাদের শ্রীলঙ্কায় খেলতে হয়, তাতেও রাজি কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলতেও আপত্তি নেই।’