অসহনীয় গরমের মধ্যে রোজা রেখেই আইপিএল খেলছেন রশিদ খান।
এপ্রিল-মে মাসে এখানকার গরম অসহনীয় পর্যায়ে চলে যায়। এই অসহনীয় গরমের মধ্যেও সবকিছুর আগে নিজের ধর্মকে প্রাধান্য দিলেন আফগান ক্রিকেটার রশিদ খান। গোটা মুসলিম বিশ্ব যখন রমজানের শেষভাগে এসে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ক্ষণ গুনছে, তখন আইপিএল খেলতে ব্যস্ত রশিদ খান। তপ্ত রোধে খেলতে নামলেও রোজা মিস দিচ্ছেন না রশিদ।
শনিবার (৩০ এপ্রিল) রশেল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গরম আবহাওয়ায় মাঠে নেমেছেন তিনি। যেখানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। নিয়মানুযায়ী রশিদ তখন রোজাদার। এই অবস্থাতেই মাঠে নেমেছেন, বোলিংও করেছেন। ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ১টি উইকেটও শিকার করেছেন তিনি।
এ নিয়ে ম্যাচের ফাঁকে আলাপচারিতায় রশিদ জানিয়েছেন, রোজা রেখে খেলা সহজ নয়। তবে রশিদের এই ধর্মভীরুতা আর নতুন নয়। এর আগেও অনেকবার রোজা রেখে খেলা চালিয়ে যাওয়ার অভ্যাস আছে তার। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো মরুভূমির দেশের রোজা রেখে খেলেছেন রশিদ।
তপ্ত রোধে রোজা রেখে ক্রিকেট খেলাটা বেশ কঠিনই বলছেন রশিদ। তবে উপভোগের জায়গাও খু্ঁজে পাচ্ছেন তিনি। এই আফগান তারকা বলেছেন, ‘এই গরমে রোজা রেখে খেলা কঠিনই বটে। তবে আমি খেলা উপভোগের আপ্রাণ চেষ্টা করি। দুবাইয়ের গরম পরিবেশেও খেলেছি আগে। তাই এই পরিস্থিতির সঙ্গে খানিকটা অভ্যস্ত। একটি কঠিন চ্যালেঞ্জ। তবে ম্যাচটি উপভোগ করছি।