BJ Sports – Cricket Prediction, Live Score

রোজা ভঙ্গ করতে বলায় পেপসির বিজ্ঞাপন ত্যাগ করতে চেয়েছিলেন বাবর আজম

Babar Azam, the captain of Pakistan's three formats.

Babar Azam, the captain of Pakistan's three formats.

রমজান মাস মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্রতার একটি মাস। এই মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকেন মুসলমানরা। মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব আলাদা তাৎপর্য বহন করে। গত রমজানে রোজা রেখে পানীয়ের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্পন্সর প্রতিষ্ঠান পেপসির এই বিজ্ঞাপনে অংশ নিয়ে রোজা ভঙ্গ করতে বলায় শ্যুটিং স্পট ত্যাগ করতে চেয়েছিলেন বাবর।

সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে কথা বলতে যেয়ে ব্যাপারটি সামনে এনেছেন বাবরেরই সতীর্থ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান জানান, শ্যুটিং চলাকালে বাবরকে পানীয় পান করার জন্য বলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এতেই ক্ষুব্ধ হয়ে বাবর শ্যুটিংস্থল ত্যাগ করতে চেয়েছিলেন।

ওইদিনের ঘটনা বর্ণনা করতে যেয়ে রিজওয়ান বলেন, ‘তাকে (বাবর) একটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। সে একটা বিজ্ঞাপনের শ্যুটিং করছিল, সেখানে তাকে একটা অদ্ভুত কাজ করতে বলা হয়। রমজানের সময় ও পেপসির একটা বিজ্ঞাপনের শ্যুটিং করছিল, সেখানে ম্যানেজমেন্ট তাকে ওই বিজ্ঞাপনের পানীয় পান করতে বলে। সে সরাসরি তাদের না করে দেয়।

বাবর পেপসির ওই বিজ্ঞাপন ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেয়। ও বলেছিল, বিজ্ঞাপন ছেড়ে দেবে, তবুও ওই কাজ করবনা। কেউ যখন এতবড় একটা প্রস্তাব তার বিশ্বাসের জন্য ফিরিয়ে দিতে পারে, সেটা নিশ্চয়ই তার মহত্ত্বের সাক্ষ্য দেয়।’

Exit mobile version