Skip to main content

রোজা ভঙ্গ করতে বলায় পেপসির বিজ্ঞাপন ত্যাগ করতে চেয়েছিলেন বাবর আজম

Babar Azam, the captain of Pakistan's three formats.

Babar Azam, the captain of Pakistan's three formats.

রমজান মাস মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্রতার একটি মাস। এই মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকেন মুসলমানরা। মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব আলাদা তাৎপর্য বহন করে। গত রমজানে রোজা রেখে পানীয়ের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্পন্সর প্রতিষ্ঠান পেপসির এই বিজ্ঞাপনে অংশ নিয়ে রোজা ভঙ্গ করতে বলায় শ্যুটিং স্পট ত্যাগ করতে চেয়েছিলেন বাবর।

সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে কথা বলতে যেয়ে ব্যাপারটি সামনে এনেছেন বাবরেরই সতীর্থ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান জানান, শ্যুটিং চলাকালে বাবরকে পানীয় পান করার জন্য বলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এতেই ক্ষুব্ধ হয়ে বাবর শ্যুটিংস্থল ত্যাগ করতে চেয়েছিলেন।

ওইদিনের ঘটনা বর্ণনা করতে যেয়ে রিজওয়ান বলেন, ‘তাকে (বাবর) একটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। সে একটা বিজ্ঞাপনের শ্যুটিং করছিল, সেখানে তাকে একটা অদ্ভুত কাজ করতে বলা হয়। রমজানের সময় ও পেপসির একটা বিজ্ঞাপনের শ্যুটিং করছিল, সেখানে ম্যানেজমেন্ট তাকে ওই বিজ্ঞাপনের পানীয় পান করতে বলে। সে সরাসরি তাদের না করে দেয়।

বাবর পেপসির ওই বিজ্ঞাপন ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেয়। ও বলেছিল, বিজ্ঞাপন ছেড়ে দেবে, তবুও ওই কাজ করবনা। কেউ যখন এতবড় একটা প্রস্তাব তার বিশ্বাসের জন্য ফিরিয়ে দিতে পারে, সেটা নিশ্চয়ই তার মহত্ত্বের সাক্ষ্য দেয়।’

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...