গত বছর ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বাতিল হওয়া টেস্ট ম্যাচটি বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে এজবাস্টনে। সেই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক জাসপ্রিত বুমরা। একজন বোলার হয়েও এজবাস্টন টেস্টে ব্যাট হাতে ভেঙ্গেছেন সাবেক কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারার রেকর্ড। এমনকি একটা সময় বুম বুম বুমরার ব্যাট মনে করিয়ে দিচ্ছিল ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। সেই ব্রডের এক ওভারেই এজবাস্টনে ৩৫ রান তুলেছেন বুমরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা সর্ব্বোচ্চ রান খরুচে ওভার হিসেবে জায়গা করে নিয়েছে। ২০০৩ সালে জোহানেসবার্গে রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ব্রায়ান লারা। লারার পাশাপাশি আরো দুজন ব্যাটসম্যান টেস্টে এক ওভারে ২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। তারা হচ্ছেন- জর্জ বেইলি ও কেশভ মহারাজ।
১৯ বছর পর লারার রেকর্ড ভাঙায় শুভেচ্ছা জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় লারা লিখেন, ‘টেস্টে এক ওভারে সর্বাধিক রান করার বিশ্বরেকর্ডের গড়ার জন্য তরুণ জাসপ্রিত বুমরাকে অনেক অভিনন্দন। ওকে অভিনন্দন জানাতে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।’
ব্রডের করা ৮৪তম ওভারের প্রথম বলে চার মারেন বুমরা। পরের বলটি ওয়াইড হয় এবং উইকেটরক্ষককে বোকা বানিয়ে সেটিও চার হয়। তাতে আসে মোট ৫ রান। দ্বিতীয় বলটি নো করেন ব্রড এবং বুমরা সেই বলেই হাঁকান ছক্কা। তাতে আসে ৭ রান। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পর পর তিনটি চার মারেন ভারতীয় অধিনায়ক। তাতে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর পঞ্চম বলে ছক্কা ও ষষ্ঠ বলে ১ রান নিয়ে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েন বুমরা।