Skip to main content

রুটের সাফল্যের রহস্য ফাঁস করলেন তার বাবা

Joe Root is currently one of the best batsmen on the cricket field.

Joe Root is currently one of the best batsmen on the cricket field.

বর্তমানে বিশ্বের অন্যতম অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট। কিন্তু তার নেতৃত্বে একের পর এক টেস্ট হেরেছে ইংল্যান্ড। টানা ব্যর্থতার দায়ে তো শেষমেশ নেতৃত্বটাই ছেড়ে দিলেন তিনি। তাতে অবশ্য ব্যাটের ধার এতটুকুন কমেনি। বরং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আরো দুর্দান্ত হয়ে ফিরলেন এই ব্যাটসম্যান। নেতৃত্ব ছাড়ার পর প্রথম ম্যাচেই ব্যাট হাতে দলকে জেতালেন রুট।

কিভাবে নিজের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন রুট? এ ব্যাপারে মুখ খুলেননি সাবেক ইংলিশ অধিনায়ক। তবে সেই গোপন রহস্য ফাঁস করেছেন রুটের বাবা ম্যাট রুট। করোনার জন্য লকডাউনের সময়কে কাজে লাগিয়েই নিজের ব্যাটিংয়ের উন্নতি করেছেন রুট। ম্যাট জানিয়েছেন, ভারসাম্য বাড়ানোর জন্য এক পায়ে ব্যাটিং অনুশীলন করতেন রুট।

ম্যাট বলেছেন, ‘লকডাউনের সময় রুট কঠোর অনুশীলন করেছে। নিজের একাডেমীতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছে। ভারসাম্য বাড়াতে এক পায়ে অনুশীলন করত। একাডেমীর কয়েকজন বোলারের বিরুদ্ধেই ব্যাটিং করত। ব্যাট করতে রুট খুব ভালোবাসে। কখনো ক্লান্ত হয় না। ছোট থেকেই ব্যাটিংয়ের প্রতি ওর এমন ভালোবাসা। এই কাজটা করতেই সবচেয়ে ভালোবাসে রুট।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধ চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই অনন্য এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রুট। ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০,০০০ (দশ হাজার) টেস্ট রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে আরো একটি সেঞ্চুরি করে টপকে গেছেন সুনীল গাভাস্কারকে। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রুটের বর্তমান অবস্থান দ্বাদশ।

টেস্টে সবচেয়ে বেশি ১৫,৯২১ রানের মালিক শচিন টেন্ডুলকার। ২০০ ম্যাচ থেকে এই রান করেছেন তিনি। অপরদিকে ১১৯ টেস্ট থেকে রুট করেছেন ১০,১৯৪ রান। বর্তমানে ৩১ বছর বয়সী রুটের জন্য এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। যে গতিতে এগোচ্ছেন, সেটা ধরে রাখতে পারলে অবিশ্বাস্যভাবে শচিনের রেকর্ডটাও টপকে যাওয়া দুঃসাধ্য কিছু নয়। রুটের হাতে পর্যাপ্ত সময়টাও আছে।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...