BJ Sports – Cricket Prediction, Live Score

রিজওয়ান যেন পাকিস্তানের রান মেশিন 

Rizwan is Pakistan's run machine

পাকিস্তানের ব্যাটিং লাইনআপ এবং ব্যাটসম্যানদের ব্যর্থতা, সাম্প্রতিক সময়ে সমালোচনার বিষয়বস্তু। মিডল অর্ডারে দিনের পর দিন যে বেহাল দশা, তাতে অবশ্য সমালোচনারই কথা। তবে বরাবরই ব্যতিক্রমী একজন, টপ অর্ডারের মোহাম্মদ রিজওয়ান। প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে প্রতিপক্ষের জন্য হুমকির কারণ হচ্ছেন তিনি।

এবারের এশিয়া কাপেও হেসেছে রিজওয়ানের ব্যাট। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত দলকে সামনে থেকে সার্ভিস দিয়ে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো আইসিসি টিটোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন রিজওয়ান। এরপর যেন আরো অপ্রতিরোধ্য তিনি।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাত ম্যাচের টিটোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত অবিশ্বাস্য ধারাবাহিক রিজওয়ানের ব্যাট। যেখানে ম্যাচ খেলে ৪টিতেই হাঁকিয়েছেন অর্ধশতক। প্রথম ম্যাচে করেছেন ৪৬ বলে ৬৮ রান। দ্বিতীয় ম্যাচেও অপরাজিত অর্ধশতক (৫১ বলে ৮৮*) করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান।

সুযোগ ছিল টানা তিন ম্যাচ অর্ধশতক করার। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ১৪ বল থেকে মাত্র রান করে সাজঘরে ফিরে গেলে, সেই স্বাদ আর পাওয়া হয়নি। কিন্তু চতুর্থ ইনিংসে আবারো চেনা রূপে ফিরলেন তিনি। ৬৭ বলে খেললেন ৮৮ রানের ইনিংস। বুধবার সিরিজের পঞ্চম ম্যাচেও রিজওয়ানের (৪৬ বলে ৬৩) ব্যাটে চড়ে জয় পেয়েছে পাকিস্তান।

এদিকে পাকিস্তানি ওপেনারের এমন ফর্ম, বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য বাড়তি চিন্তার বিষয় হলেও, পাকিস্তানের জন্য অবশ্যই সুখবর বটে। তবে সমালোচনাও আছে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে। শোয়েব আখতার যেমন তার টি টোয়েন্টিতে ব্যাটিংয়ের ধরন নিয়েই প্রশ্ন তুলেছেন। তবে আইসিসির টি টোয়েন্টির র‍্যাংকিং বলছে এই মুহূর্তে সেরা ব্যাটার তিনিই। 

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন রিজওয়ান ই।

Exit mobile version