জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নামীদামী যে কয়েকজন কোচ আছেন তাদের একজন সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী রিকি পন্টিং। আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এবার নিজ রাজ্য তাসমানিয়ার দল হোবার্ট হারিকেন্সের ‘হেড অব স্ট্র্যাটেজি’ হিসেবে যোগ দিলেন সাবেক অজি অধিনায়ক। বিগ ব্যাশে দুই মৌসুমে এই দলের হয়ে খেলেছিলেন পন্টিং।
আইপিএলে প্রধান কোচের দায়িত্বে থাকলেও বিগ ব্যাশে তার কাজটা ভিন্ন। পদবি বলছে হারিকেন্সে সাবেক অজি তারকার দায়িত্ব হলো কোচদের নিয়োগ দেওয়া, নানারকম ব্যবস্থাপনা ও কৌশল প্রণয়ন আর সংস্কৃতি গড়ে তোলা। এখানে যোগ দিয়ে পন্টিংয়ের প্রথম অ্যাসাইনমেন্টই হচ্ছে প্রধান কোচ নিয়োগ দেয়া। পন্টিং যোগ দেয়ায় ধারণা করা হচ্ছে সম্ভাব্য প্রধান কোচ হিসেবে জাস্টিন ল্যাংগারের যোগ দেয়ার সম্ভাবনা বেশি।
এদিকে পন্টিংকে নিয়োগ দিয়ে বেশ উচ্ছ্বাসিত ক্রিকেট তাসমানিয়ার প্রধান নির্বাহী ডমিনিক বেকার। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের সঙ্গে যোগ দিতে যে পরিমাণ যন্ত্রণা আমরা রিকিকে দিচ্ছিলাম, সেজন্যই হয়তো শেষ পর্যন্ত তিনি ‘হ্যাঁ’ বলেছেন! তবে সত্যিই, তাকে পাওয়া শুধু হারিকেন্স বা তাসমানিয়ান ক্রিকেটের জয় নয়, বিগ ব্যাশ লিগেরও একটা প্রাপ্তি। আমার মতে, রিকি নিঃসন্দেহে টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা কৌশলবিদ। গর্বিত একজন তাসমানিয়ান হিসেবে আমরা রোমাঞ্চিত যে, অন্তত সামনের তিন মৌসুম তিনি দলকে দিক নির্দেশনা দেবেন।’
দীর্ঘদিন থেকে বিগ ব্যাশে চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দিয়ে আসছেন পন্টিং। হারিকেন্সে যোগ দিলেও ধারাভাষ্য ছাড়ছেন না পন্টিং। পূর্বের মতো এবারও তাকে বিগ ব্যাশে মাইক্রোফোন হাতে দেখা যাবে। মাঠের ক্রিকেটের মত নতুন দায়িত্বে পন্টিং কতটা সফল হবেন সময়েই বলে দেবে।