ব্যাট লম্বা সময় ধরে রান খরা চলছে মুশফিকুর রহিমের। টি-টোয়েন্টি থেকে অবসরেই চলে গেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেস্ট এবং ওয়ানডেতে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে এই দুই ফরম্যাটেও নামের প্রতি সুবিচার করতে পারছেন না মুশফিক। যে কারণে নিজে সমালোচনার মুখে পড়ছেন, দলকেও ফেলে দিচ্ছেন বিপদের মুখে। মিডল অর্ডারে হাল ধরতে পারছেন না এই ডানহাতি। এর থেকে পরিত্রান পেতে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ নিতে দেখা গেছে বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভকে।
ভারতের বিপক্ষে চলমান দ্বিপাক্ষিক সিরিজেও নিষ্প্রভ মুশফিকের ব্যাট। তিনটি ওয়ানডে ম্যাচ আর একটি টেস্ট মিলে খেলেছেন পাঁচ ইনিংস। যেখানে একটিও অর্ধশতক নেই তার। দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের কাছ থেকে এমন পারফরম্যান্স, ফলাফলের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলার কথা। হয়তো এ কারণেই নিজেকে ফিরে পেতে মরিয়া মুশফিক। নেটে অতিরিক্ত অনুশীলনও করছেন তিনি।
ঢাকা টেস্টের আগে মঙ্গলবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন করার কথা। তবে মাঠে দেখা গেল সাকিব আল হাসান, মুশফিকদের। যদিও মাঠে এসে ফুটবল খেলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। তবে ফুটবলের খুনসুটি বাদ দিয়ে মুশফিক মনোযোগী হয়ে যান তার কাজে। ব্যাট – প্যাড নিয়ে ঢুকে পড়েন নেটে। লম্বা সময় ধরে ব্যাটিং করে নিজেকে ঝালিয়ে নিলেন মিস্টার ডিপেন্ডেবল।
অনুশীলনের সময় ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা হয় মুশফিকের। এসময় দুজনকে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে হাত দিয়ে শ্যাডো করে মুশফিককে কিছু একটা বুঝিয়ে দেন ভারতীয় কিংবদন্তি। হয়তো ছোট ইনিংসগুলো লম্বা করার পরামর্শই দিয়েছেন তিনি। কথা শেষে ক্যামেরার সামনে পোজ দেন দুজনেই। অবশ্য দুজনের কথোপকথন কি ছিল, তা জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে ভারতের ক্রিকেট কিংবদন্তিতে কাছে পেয়ে টিপস নিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মুশফিক। দ্রাবিড়ের সাথে কথা বলার সময় বেশ সিরিয়াস ছিলেন মুশফিক।
এদিকে ঢাকা টেস্ট দিয়েই বাংলাদেশ সফর শেষ করবে ভারতীয় দল। ইতোমধ্যে টেস্ট সিরিজে ১ – ০ তে এগিয়ে আছেন লোকেশ রাহুলরা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জিততেই হবে টাইগারদের। আর শক্তিশালী ভারতকে হারানোর জন্য মুশফিকের মতো তারকাদের খুব বেশিই প্রয়োজন। লাল বলের অধিনায়কও হয়তো চাইবেন, ঢাকা টেস্টে সেরা মুশফিককেই পেতে।