আগামী ১৬ অক্টোবর পর্দা উঠছে টি–টোয়েন্টি বিশ্বকাপের। আসন্ন এই বিশ্বকাপে কোহলিকে ওপেনিংয়ের সুযোগ দেওয়ার কথা উঠেছে ক্রিকেটমহলে। এবার কোহলির এই ওপেনিং নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
বিষয়টি নিয়ে কথা উঠেছে মূলত কয়েক দিন আগে শেষ হওয়া এশিয়া কাপের পর। এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৭১ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। দীর্ঘদিন অপেক্ষার পর ওপেন করতে নেমেই শতরান এসেছে তার ব্যাটে। তাই অনেকের দাবি কোহলিকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হোক।
তবে পরিস্থিতি অনুযায়ী কোহলিকে ব্যাট করতে পাঠানো উচিত বলে মনে করেন গৌতম গম্ভীর। সম্প্রতি টেলিভিশনের এক সাক্ষাৎকারে কোহলির ওপেনিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,” আবার সেই পুরনো কথা! এই প্রশ্নের কোন মানে হয় না। যতদিন রোহিত আর রাহুল আছে, ততদিন কোহলির ওপেন করার সুযোগ নেই। তিন নম্বরে কে ব্যাট করবে সেটা পরিস্থিতি অনুযায়ী ঠিক করা উচিৎ বলে আমি মনে করি।
তবে ওপেনাররা উইকেটে থিতু হয়ে গেলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা যেতে পারে বলেও সাক্ষাৎকারে জানান গম্ভীর ” যদি ওপেনাররা ১০ ওভার ব্যাট করে, তাহলে তিন নম্বরে সূর্যকুমার যাদবকে খেলানো উচিত। আর দ্রুত উইকেট পড়লে কোহলির চেয়ে ভালো বিকল্প নেই।“
বিশ্বকাপের আগে, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। এশিয়া কাপের পর এই সিরিজে, কোহলি কোথায় ব্যাট করে সেদিকে চোখ থাকবে সবার। তবে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা আভাস দিয়েছেন আসন্ন বিশ্বকাপে কোহলিকে বিকল্প ওপেনার হিসেবে ভাবা হচ্ছে।