বৃটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত হয়ে গেল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বিষয়টি টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
শুধু ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকার ম্যাচ নয়, রেইচেল হেইহো ফ্লিন্ট ট্রফির সূচিতে থাকা ম্যাচও স্থগিত ঘোষনা করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
ইসিবি টুইটে জানায়, ” রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ওভালে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন খেলা স্থগিত হয়ে গেছে। তার সঙ্গে রেইচেল হেইহো ফ্লিন্ট ট্রফির সূচিতে থাকা ম্যাচও মাঠে গড়াবে না। শনিবার থেকে সূচিতে থাকা বাকি খেলাগুলো মাঠে গড়াবে কি না তা পরে জানিয়ে দেওয়া হবে।“
বাকিংহাম প্যালেস থেকে বৃহস্পতিবার রাতে রানীর মৃত্যুর খবর ঘোষনা করা হয়। সেখানে জানানো হয়,” রানী বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে মারা গেছেন। রাজা এবং রাজপত্নী আজ রাতে বালমোরালে থাকবেন ও শুক্রবার লন্ডনে ফিরে আসবেন।“
উল্লেখ্য প্রথম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় দক্ষিন আফ্রিকা। ওল্ড ট্রাফোর্ডে পরের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।