Skip to main content

রাজনীতিমুক্ত পিসিবি চান শহীদ আফ্রিদি

Shahid Afridi

Shahid Afridi

বরাবরেই রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ পাকিস্তান। কয়েকদিন পরপর দেশটির রাজনৈতিক ক্ষমতার বদল হতে দেখা যায়। যার প্রভাব পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি)। সরকার পরিবর্তনের সাথে সাথে দেশটির ক্রিকেট পরিচালকদেরও পরিবর্তন হয়। যা কিনা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি। তাই ক্রিকেট উন্নয়নের স্বার্থে পরিপূর্ণ রাজনীতিমুক্ত পিসিবি চান দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

সম্প্রতি পাকিস্তানের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটেছে। ক্ষমতাচ্যুত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ফলে পিসিবি সভাপতির পদ হারানোর শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শীঘ্রই পদ হারাতে পারেন রমিজ রাজা। এর আগে রমিজ রাজাকে বোর্ড সভাপতির পদে আসীন করেছিলেন সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান।

সেই খবর যদি সত্যি হয়, তাহলে নতুন লোক বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে। সেই সাথে বাতিল হওয়ার শঙ্কায় পড়ে যাবে রমিজের প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলো। দায়িত্ব গ্রহণের পর থেকেই পাকিস্তান ক্রিকেটকে বদলে দেওয়ার কাজ শুরু করেছিলেন রমিজ। একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এদিকে নতুন লোকের আগমন ঘটলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যেটি উপলব্ধি করেছেন দেশটির সাবেক তারকা শহীদ আফ্রিদিও। স্বাধীন ক্রিকেট বোর্ডের দাবি জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি, সরকারের কাছ থেকে পিসিবি স্বাধীন হওয়া উচিৎ। বোর্ডের চেয়ারম্যান ও সিইও নির্ধারনে সরকারের হস্তক্ষেপ না থাকাই ভালো। সম্পূর্ণ নিরপেক্ষ ও নিজস্ব নির্বাচন ব্যবস্থা চালু করা দরকার।’

পাকিস্তানে রাজনীতি এবং ক্রিকেট একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পদাধিকার বলে পিসিবির চিপ প্যাট্রন হয়ে থাকেন দেশটির প্রধানমন্ত্রী। তাই সরকার পরিবর্তনের ফলে ক্রিকেট বোর্ডের নেতৃত্বও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তান ক্রিকেটের ওপর।

এ নিয়ে আফ্রিদি বলেন, ‘এ কারণেই পাকিস্তান ক্রিকেট নানান সমস্যার সম্মুখীন হয়। দেশের ঘরোয়া ক্রিকেটে বিভাগগুলোর বড় ভূমিকা আছে। কিন্তু বোর্ড যদি নতুন কোনো ব্যবস্থা চালু করে থাকে, তাহলে এখনই পরীক্ষা করার জন্য উপযুক্ত সময় দেওয়া উচিৎ।’

আরো আজকের ট্রেন্ডিং

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...