Skip to main content

যে কারনে ধোনির সঙ্গেই অবসর নিয়েছিলেন রায়না

যে কারনে ধোনির সঙ্গেই অবসর নিয়েছিলেন রায়না

ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালে হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসরের  ঘোষণা  দেন তিনি। যা স্তম্ভিত করেছিল গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের। অবাক করার  আরও একটি বিষয়  ছিলো, ধোনি অবসর নেওয়ার কিছুক্ষণের মধ্যে অবসর নেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার সুরেশ রায়না। কিন্তু ধোনির সঙ্গেই কেন তিনি অবসর নিয়েছিলেন? প্রশ্ন অনেকের মনে। এবার  সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বয়ং সুরেশ রায়না নিজের মুখে ফাঁস করলেন দুই জনের একেই সাথে অবসর নেওয়ার রহস্য। 

২০০৫ সালে ভারতের জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় রায়নার। দীর্ঘদিন তিনি ধোনির নেতৃত্বে ভারতের হয়ে খেলেছেন।  ২২ গজ এবং তার বাইরে ধোনিরায়নার বন্ধুত্বের কথা কারও অজানা নয়। ভারতের সাবেক এই অধিনায়কের সঙ্গে রায়নার সম্পর্ক ছিল অনেক গভীর। দুজনেই ছিলেন ম্যাচ উইনার। ২০২০ সালের ১৫ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন ধোনি। আর তার প্রায় ৩০ মিনিটের মধ্যেই অবসরের ঘোষণা দেন রায়নাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনির সঙ্গে অবসর ঘোষণা করার সেই কারণ বলেন রায়না। 

রায়না বলেন, ” ২২ গজে ধোনির সঙ্গে আমার সম্পর্ক অন্যরকম। আমরা একসঙ্গে এত ম্যাচ খেলেছি যে তার ইয়ত্তা নেই। ধোনির সঙ্গে জাতীয় দলে তো খেলেছিই, সিএসকে দলেও ওর সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। মাঠ এবং মাঠের বাইরে  অনেক ভালোবাসা পেয়েছি আমি। ক্রিকেটীয় ক্যারিয়ারে এটা আমার অনেক বড় পাওয়া। তিনি যখন অবসর নিলেন, মনে হলো অনেক তো হলো, আমার নিজের ক্যারিয়ার নিয়েও ভাবার সময় হলো। এর পরেই অবসর নেই। ” 

ধোনির জন্ম ঝাড়খণ্ডের রাঁচিতে। অন্যদিকে রায়না উত্তর প্রদেশের ছেলে। রায়না আরো  বলেন, ” আমি গজিয়াবাদ থেকে এসেছিলাম। আমার বেড়ে ওঠা সেখানেই। ধোনি এসেছিল রাঁচি থেকে। আর আমি প্রথমে তার হয়েই খেলেছিলাম। আর পরবর্তীতে আমি দেশের হয়ে খেলি। আর এটাই আমাদের মধ্যে সম্পর্ক। আমাদের একসঙ্গে অনেক ফাইনাল খেলার নজির আছে। একসঙ্গে বিশ্বকাপেও খেলেছি। ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনি। তিনি একজন মহান অধিনায়কও। সবথেকে বড় কথা হলো তিনি অনেক বড় মনের মানুষ। মাঠ এবং মাঠের বাইরে তার মনুষ্যত্বের তুলনা হয় না। সব পরিস্থিতিই ঠান্ডা মাথায় সামলে নিতেন তিনি। ” 

১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রায়নার।  ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ক্রিকেট দিয়ে ভারতীয় দলে অভিষিক্ত হন তিনি। এর পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটেও অভিষিক্ত হন তিনি। আর নিজের অভিষেক টেস্ট ম্যাচেই সেঞ্চুরি করে নজরে আসেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২২৬ টি ম্যাচ খেলে তিনি করেন ৫৬১৫ রান। টেস্ট ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে ১৮ টেস্ট ম্যাচে ৭৬৮ রান। আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে তিনি করেছেন ১৬৫০ রান। ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন সুরেশ রায়না।

আরো আজকের ট্রেন্ডিং

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...

বিপিএল ২০২৫-এর প্রস্তুতি: পূর্ণাঙ্গ সময়সূচী এবং টাইটেল স্পনসরশিপ উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর জন্য উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে, কারণ বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা আরেকটি বিস্ফোরক টি২০ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন স্পনসর এবং ম্যাচের পূর্ণ সময়সূচীর সাথে এই আইকনিক...

SA20 2023 এর শীর্ষ ৫ অলরাউন্ডার: ব্যাট এবং বল উভয়েই খেলার মোড় ঘুরিয়ে দেওয়া তারকারা

SA20 2023 এর প্রথম মৌসুমটি ছিল একাধিক গ্ল্যামারাস দৃশ্য, স্মরণীয় পারফরম্যান্স এবং কঠিন প্রতিযোগিতার মেলা। প্রশংসনীয় খেলোয়াড়দের মধ্যে অলরাউন্ডাররা নিঃসন্দেহে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কারণ তারা ব্যাট এবং বল...