ম্যানচেস্টার অরিজিনালস বনাম লন্ডন স্পিরিট (এলিমিনেটর) – হাইলাইটস
দ্য হান্ড্রেড ২০২২ এর এলিমিনেটর ম্যাচে সাউদাম্পটনের এজাস বোলে লরি ইভান্স এর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে লন্ডন স্পিরিট এর বিপক্ষে ৫ উইকেটে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার অরিজিনালস। ৩৪ বলে ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অধিনায়ক লরি ইভান্স। সেই সাথে এই ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল লন্ডন স্পিরিট।
খেলার শুরুতে লন্ডন স্পিরিট এর অধিনায়ক এউইন মরগান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং ম্যানচেস্টার অরিজিনালসকে ফিল্ডিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সম্মানজনক স্কোর সংগ্রহ করে লন্ডন স্পিরিট।
তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লন্ডন স্পিরিটের ব্যাটারদের, কেননা রানের খাতা খোলার আগেই ইনিংসের ২য় বলে সাজঘরে ফিরেন ওপেনার অ্যাডাম রেসিংটন। তবে তার অভাব বুঝতে দেননি উইকেটে থাকা জ্যাক ক্রলি এবং বেন ম্যাকডারমট। এই দুজনের সুবাদে পাওয়ার প্লে’র ২৫ বলে এক উইকেট হারিয়ে ৪৩ রান তুলে নেয় তারা।
ক্রলি’র বিদায়ে দলীয় ৬৯ রানে ভাঙে তাদের এই জুটি। ২৩ বলে ৩৬ রান করেন ক্রলি। তবে অপরপ্রান্তে থাকা বেন ম্যাকডারমট একাই দলকে নিয়ে এগিয়ে গেছেন। ৩৩ বলে অর্ধ-শতক তুলে নেওয়া ম্যাকডারমট শেষ পর্যন্ত ৫৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন। তার এই ৩৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছক্কার মার। তার বিদায়ের পর অধিনায়ক মরগান উইকেটে আসলে কোন রান না করেই আউট হয়ে যান।
ড্যানিয়েল লরেন্স ১৩ বলে ১০ রান করে যখন সাজঘরে ফিরেন তখন দলের স্কোর ১২১/৫। এরপর অল-রাউন্ডার রবি বোপারার ঝড়ো ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত লড়াকু স্কোর পায় লন্ডন স্পিরিট। সমান সংখ্যক ২টি করে চার ও ছক্কায়, ১৬ বলে ৩৪ রান করেন বোপারা। ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে পল ওয়াল্টার সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ম্যাথু পারকিনসন এবং জশুয়া লিটল ১টি করে উইকেট নেন।
১৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন ম্যানচেস্টার অরিজিনালসের দুই ওপেনার ফিলিপ সল্ট এবং লরি ইভান্স। এ দুজন মিলে ১০১ রানের অসাধারণ উদ্বোধনী জুটি গড়ে তোলেন। যেখানে ফিলিপ সল্টের অবদান মাত্র ২৯ রান। তার ১৮ বলের এই ইনিংসে ছিল ২ চার ও ১ ছয়ের মার।
তাদের এই জুটির সৌজন্যে ৪৮ বলে দলীয় ১০০ রান অতিক্রম করে ফেলে ম্যানচেস্টার অরিজিনালস। ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বিধ্বংসী ব্যাটার ইভান্স। শেষ পর্যন্ত ৭ চার ও ৩ ছক্কায়, ৩৪ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন ম্যানচেস্টার অরিজিনালসের দলপতি। এই দুই ওপেনার জয়ের ভিত গড়ে দিয়ে গেলে বাকি পথটা পার করা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র।
ম্যানচেস্টার অরিজিনালসের আগের ম্যাচের জয়ের নায়ক ট্রিস্টান স্টাবস এই ম্যাচে ১২ বলে ১৮ রান করেন। শেষে টম ল্যামনবি (৭ বলে ১৩) এবং অ্যাশটন টার্নারের (৫ বলে ৯) অপরাজিত ইনিংসের সুবাদে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ম্যানচেস্টার অরিজিনালস।
লন্ডন স্পিরিট এর হয়ে নাথান এলিস এবং ম্যাসন ক্রেন সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন। এছাড়া লিয়াম ডসন ১টি উইকেট শিকার করেন। আজ (৩ সেপ্টেম্বর) লর্ডসের লন্ডনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালস এবং ট্রেন্ট রকেটস একে অপরের বিপক্ষে মাঠে নামবে।
ম্যানচেস্টার অরিজিনালস বনাম লন্ডন স্পিরিট এর স্কোরবোর্ড
ম্যানচেস্টার অরিজিনালস – ১৫০/৭ (১০০)
লন্ডন স্পিরিট – ১৫১/৫ (৮৯)
ফলাফল – ম্যানচেস্টার অরিজিনালস ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – লরি ইভান্স
ম্যানচেস্টার অরিজিনালস বনাম লন্ডন স্পিরিটম্যাচের একাদশ
ম্যানচেস্টার অরিজিনালস | লরি ইভান্স (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেট রক্ষক), ওয়েন ম্যাডসেন, পল ওয়াল্টার, ট্রিস্টান স্টাবস, টম ল্যামনবি, টম হার্টলি, অ্যাশটন টার্নার, রিচার্ড গ্লিসন, ম্যাথু পারকিনসন এবং জশুয়া লিটল। |
লন্ডন স্পিরিট | এউইন মরগান (অধিনায়ক), অ্যাডাম রেসিংটন (উইকেট রক্ষক), বেন ম্যাকডারমট, জ্যাক ক্রলি, ড্যানিয়েল লরেন্স, রবি বোপারা, লিয়াম ডসন, জর্ডান থম্পসন, নাথান এলিস, ম্যাসন ক্রেন এবং ক্রিস উড। |