ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে প্লে অফের আশা এখনো ঝুলছে কলকাতা নাইট রাইডার্সের। শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকে। দলের এমন দুর্দশা দেখে চুপ থাকতে পারলেন না সাবেক নাইট সদস্য সালমান বাট। কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালামের তীব্র সমালোচনা করেছেন তিনি।
সাবেক পাকিস্তানি তারকার মতে, ভরডরহীন ক্রিকেটের নামে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে ম্যাককালামের দল। সাবেক কিউই অধিনায়কের অভিজ্ঞতায়ও ঘাটতি দেখছেন তিনি। সালমানের মতে নির্দিষ্ট দল, উইকেট কিংবা কন্ডিশনের ভিত্তিতে কোনো পরিকল্পনা সাজান না কেকেআর কোচ। খোলা মনে খেলে দ্রুত রান তোলার মন্ত্রে বিশ্বাসী তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সালমান বলেছেন, ‘ম্যাককালামের বেশকিছু সমস্যা রয়েছে। ও একটাই রাস্তা জানে। পিচ, মাঠ, কত রান তোলা যাবে, নির্দিষ্ট দলের বিপক্ষে কিভাবে খেলতে হবে এসব কিছুই জানে না। ও শুধু বলে খোলা মনে খেল, দ্রুত রান কর। মাঝেমাঝে মনে হয়, ভয়ডরহীন ক্রিকেটের বদলে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে।’
কয়েকদিন আগে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার জানিয়েছেন, কোচ এবং সিইও দল নির্বাচন করেন। এ প্রসঙ্গে সালমান বলেছেন, ‘দলকে একটুআধটু ছাড় দেওয়া উচিৎ। যখন কাউকে অধিনায়ক করা হয়, তখন ভুল করার অনুমতিও দেওয়া উচিৎ। অধিনায়ক তোমার পিয়ন নয়, যে তোমার সব নির্দেশ অনুসরণ করবে।’
এছাড়া পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ম্যাককালামের ব্যর্থতার কথা স্বরণ করিয়ে দেন তিনি। তার নেতৃত্বে খেলে পরপর দুটি পিএসএল আসরে সবার শেষে থেকে বিদায় নেয় লাহোর কালান্দার্স। এদিকে কোচ হিসেবে এবছরই নাইটদের দায়িত্ব শেষ করতে যাচ্ছেন ম্যাককালাম। ইতোমধ্যেই আগামী ৪ বছরের জন্য ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।