মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন সূর্যকুমার যাদব। প্রায় দুই মাস টি–টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে রাজত্বকারী রিজওয়ান নেমে এলেন র্যাংকিংয়ের দুই নম্বরে।
চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম থেকেই হাসছে সূর্যের ব্যাট। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পাননি ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার। কিন্তু পরবর্তী দুই ম্যাচে পেয়েছেন রানের দেখা। করেছেন অর্ধশতক। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে রানখরায় ভুগছিলেন ভারতীয় ব্যাটাররা, সেখানে ব্যাটহাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সূর্যকুমার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাদের বিপক্ষে ২৫ বলে করেন ৫১ রান।
এতদিন ৮৪২ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটিং র্যাংকিংয়ের তালিকায় শীর্ষে ছিলেন পাকিস্তানের রিজওয়ান। এখন ৮৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে নিলেন ভারতীয় এই ব্যাটার। মোহাম্মদ রিজওয়ান নেমে গেলেন তালিকার দুই নম্বরে।
উল্লেখ্য, ব্যাটিং র্যাংকিংয়ে এগিয়েছেন রাইলি রুশো এবং ফিলিপসও। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ১৮ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। উঠে এসেছেন ৮ নম্বরে। নিউজিল্যান্ডের গলেন ফিলিপস ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭ নম্বরে।