এবারের এশিয়া কাপ আবারো স্বপ্ন ভঙ্গের টুর্নামেন্ট হয়ে এসেছে বাংলাদেশের জন্য৷ আফগানিস্তানের পর শ্রীলংকার কাছেও হেরেছে বাংলাদেশ। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে দলটির এশিয়া কাপ ।
তবে দুটি ম্যাচেই নজর কেড়েছেন এবং ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত । তার ব্যাটিংয়ের প্রশংসা করে ওয়াসিম জাফরের বলেন, ভারত যেভাবে দিনেশ কার্তিককে খেলাচ্ছে, বাংলাদেশের ঠিক তেমন সৈকতকে খেলাচ্ছে।
ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে সৈকত আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ৩১ বলে ৪৮ রানের লড়াকু ইনিংস। শ্রীলংকার বিপক্ষে ৯ বলে ২৪ রানের ক্যামিও । দুটি ম্যাচেই ৭ নম্বরে নামা সৈকতের ব্যাটে দেখা মিলেছে নিঁখুত ফিনিশারের। এদিকে ভবিষ্যতে সৈকতকে উপরে খেলানো উচিৎ কি না, এমন প্রশ্নের জবাবে কার্তিকের উদাহরণ টানেন জাফর।
সাবেক ভারতীয় ওপেনার বলেন, ‘আমার মনে হয়না সৈকত ওপরে খেলবে। ভারত যেভাবে কার্তিককে ফিনিশার হিসেবে খেলায়, বাংলাদেশও কোনো না কোনোভাবে সৈকতকে সেই ভূমিকায় চায়। আমি মনে করি, এই ভূমিকার কথা বলে দেওয়া হয়েছে। তাই আমার মনে হয়, তাকে উপরে খেলানো হবে না।‘
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্বরত জাফর আরো বলেন, ‘উপরে খেলার মতো অনেক ব্যাটসম্যান আছে। আপনি চাইবেন নিচের দিকে নেমে কেউ দারুণ সব শট খেলুক বা যাদের পাওয়ার শট খেলার সামর্থ্য আছে, তারা সেখানে খেলুক। সেক্ষেত্রে আমার মনে হয় না, টিম ম্যানেজমেন্ট সৈকতকে উপরে খেলাতে চাইবে।‘