লিওনেল মেসি এবং শচীন টেন্ডুলকার, একই গ্রহের দুই তারকা। দুজনের বেশকিছু মিলও আছে। কিংবদন্তি এই দুই ক্রীড়াবিদের জার্সি নম্বর একই, ১০। ফুটবলে যেমন মেসির রাজত্ব, তেমনি ক্রিকেটে বাইশ গজের শাসক শচীন। এবার ক্যারিয়ারের গোধুলীলগ্নে এসেও দুজনের মাঝে খু্জে পাওয়া গেল দারুণ এক মিল। সেই মিল নিয়েই কথা বলেছেন, ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।
মেসি এবং শচীনের শেষ বিশ্বকাপে এসে বিশ্বজয় নিয়ে করা নিয়ে নিজের ইন্সটাগ্রামে যুবরাজ লিখেন, ” অবিশ্বাস্য ফুটবল। মেসি এবং তার দল অপ্রতিরোধ্য। এই আর্জেন্টিনা আমাকে পুরানো স্মৃতি মনে করিয়ে দিল। আমরা একটি ১০ নম্বর জার্সির জন্য লড়াই করেছিলাম, ২০১১ সালে। শচীনের ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে দিতে আমরা প্রাণপণ চেষ্টা করেছি। আর্জেন্টিনার সব সমর্থককে অভিনন্দন। “
অবশ্য একটি বিশ্বকাপ জিততে শচীনকে খেলতে হয়েছে গোটা সাতটি বিশ্বকাপে। কোনোভাবেই যেন স্বপ্নের ট্রফিটা হাতে পাওয়া হচ্ছে না। কিন্তু ২০১১ সালে তার শেষ বিশ্বকাপে, প্রাণপণ লড়াইয়ে নামেন তার সতীর্থরা। তারা সফলও হয়েছেন। সেই যোদ্ধাদের একজন যুবরাজ। ২০২২ সালে এসে ঠিক তার পুনরাবৃত্তি ঘটাল আর্জেন্টাইনরা। এবার মেসির লড়লেন তারা। চ্যাম্পিয়নও হলেন।
এদিকে মেসিদের বিশ্বকাপ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন শচীনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিংবদন্তি লিখেন, ” মেসির জন্য শিরোপা জেতায় আর্জেন্টিনাকে অভিনন্দন। যেভাবে তিনি শুরুটা করেছেন এবং দারুণভাবে ফিরে এসেছেন, অসাধারণ। ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজ অবিশ্বাস্য খেলেছেন। আমার বিশ্বাস ছিল, এই শিরোপাটি মেসিদের হাতেই উঠবে। “
অবশ্য শচীনের মতো একটি বিশ্বকাপ শিরোপা জিততে পাঁচটি আসরে অংশ নিতে হয়েছে মেসিকে। প্রথম চার আসরে পারেননি। ২০১৪ সালে তো ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে তার। কিন্তু ২০২২ সালে যখন বললেন এটি তার শেষ বিশ্বকাপ, তখনই সতীর্থরা সবাই মরিয়া হয়ে ওঠলেন শিরোপা জিততে। কাতারে দলবদ্ধ হয়ে লড়াই করেছেন আলবিসেলেস্তেরা। সেই লড়াইয়ের চূড়ান্ত সাফল্য বিশ্বজয়।