BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৩ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ১২) – মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কর্চার্স

মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কর্চার্স

মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কর্চার্স (ম্যাচ ১২) – হাইলাইটস 

আজ (শুক্রবার) হওয়া বিবিএল ২০২২/২৩ এর ১২ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন স্টারস ও পার্থ স্কর্চার্স। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিশাল এক লক্ষ্য দাড় করায় পার্থ স্কর্চার্স। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় লক্ষ্যে পৌঁছাতে পারেন নেই মেলবোর্ন স্টারস। সেই সাথে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে আছে পার্থ স্কর্চার্স এবং ম্যাচ হেরে ৪র্থ স্থানে আছে মেলবোর্ন স্টারস। এছাড়া দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে পার্থ স্কর্চার্স -এর হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন জোশ ইংলিশ।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন পার্থ স্কর্চার্স এবং মেলবোর্ন স্টারসকে আমন্ত্রন জানায় বোলিং এর জন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে পার্থ স্কর্চার্স -এর হয়ে খুব ভালো শুরু করেছিলেন তাদের দুই ওপেনার অ্যাডাম লিথ ও ফাফ ডু প্লেসিস। কিন্তু ৪র্থ ওভারের ৪র্থ বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ৮ বলে ৭ রান করা অ্যাডাম লিথ। এরপর ফাফ ডু প্লেসিসের সাথে সঙ্গ দিতে আসেন নিক হবসন। দুইজন মিলে ৭০ রানের পার্টনারশিপ দাড় করায়। কিন্তু দলীয় ১০৩ রানের মাথায় মাঠ থেকে বিদায় নেন দুর্দান্ত এক ইনিংস খেলা ফাফ ডু প্লেসিস। ৬ চার ও ৫ ছয়ের সাহায্যে খেলেন ৩৩ বলে ৬৮ রানের দারুন এক ইনিংস। এর কিছুক্ষন পরেই মাঠ ছাড়েন নিক হবসন। আউট হওয়ার আগে করেছিলেন ২৬ বলে ৪৬ রান। সাথে মেরেছিলেন ৩টি চার ও ৩টি ছয়। এরপর মাঠে নামেন অ্যাশটন টার্নার, কিন্তু তিনি মাত্র ২ বল খেলে ১ রান করে মাঠ থেকে বিদায় নেন। তিনি যাওয়ার পর মাঠ নামেন অ্যারন হার্ডি। অ্যারন হার্ডি আর জোশ ইংলিশ মিলে দারুন ব্যাটিং এর সুবাদে দলীয় ১৪৪ রান কে নিয়ে যায় ২২৮ রানে। কিন্তু  শেষ ওভারের মাত্র ৩ বল বাকি থাকতে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তাদের হয়ে সব থেকে বেশি রান করা জোশ ইংলিশ। ৫ চার ও ৬ ছয়ের সাহায্যে ৩৩ বলে খেলেছিলেন ৭৪ রানের বিধ্বংসী এক ইনিংস। শেষ ৩ বলে হয়েছিল আরও নাটকীয়তা, জোশ ইংলিশ আউট হওয়ার ১ বল পরেই মাঠ থেকে বিদায় নেন অ্যারন হার্ডি। ১ চার ও ৩ ছয়ের সাহায্যে করেছিলেন ১৭ বলে ৩০ রান। শেষ বলে আউট হন ঝি রিচার্ডসন মেরেছিলেন গোল্ডেন ডাক। এছাড়া ১ রানে অপরাজিত ছিলেন অ্যাশটন অ্যাগার। শেষে মাত্র ২ রান এক্সট্রা সহ ২২৯ রানের পাহাড় তৈরী করেন পার্থ স্কর্চার্সরা। 

মেলবোর্ন স্টারস এর হয়ে ৪ ওভারে ৫০ রান খরচায় ৫টি উইকেট নেন লুক উড। এছাড়া ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও মার্কাস স্টয়নিস। 

২৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানেই থেমে যায় মেলবোর্ন স্টারসের ইনিংস। তাদের হয়ে সব থেকে বেশি রান করেছেন বিউ ওয়েবস্টার। ২ চার ও ২ ছয়ের সাহায্যে করেছিলেন ৩২ বলে ৪৩ রান। ৪ চার ও ১ ছয়ের সাহায্যে ২৪ বলে ৩৪ রান করেছিলেন নিক লারকিন। ক্যাম্পবেল কেলাওয়ে করেছিলেন ১৪ বলে ২৫ রান। সাথে মেরেছিলেন ১টি চার ও ২টি ছয়। জো ক্লার্ক করেছিলেন ১১ বলে ১৮ রান এবং ১১ বলে ১৩ রান করেছিলেন লুক উড। এছাড়া টমাস রজার্স ৯ রান, মার্কাস স্টয়নিস ৪ রান, হিলটন কার্টরাইট ৮ রান, এবং নাথান কোল্টার-নাইল ৬ রান করেছিলেন। শেষে ৮ রান এক্সট্রা সহ লক্ষ্যে পৌছাতে পারেন নেই তারা।

পার্থ স্কর্চার্সের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন জেসন বেহরেনডর্ফ, ২টি উইকেট পিটার হ্যাটজোগ্লো, এছাড়া ১টি করে উইকেট নেন ঝিয়ে রিচার্ডসন, অ্যাশটন অ্যাগার ও অ্যান্ড্রু টাই।


মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কর্চার্স এর স্কোরবোর্ড 

মেলবোর্ন স্টারস – ১৬৮/৮ (২০.০)

পার্থ স্কর্চার্স – ২২৯/৭ (২০.০) 

ফলাফল – পার্থ স্কর্চার্স ৬১ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জোশ ইংলিশ



মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কর্চার্স ম্যাচের একাদশ

মেলবোর্ন স্টারস অ্যাডাম জাম্পা (অধিনায়ক), জো ক্লার্ক (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মার্কাস স্টয়নিস, টমাস রজার্স, নিক লারকিন, হিলটন কার্টরাইট, লুক উড, ক্যাম্পবেল কেলাওয়ে, ট্রেন্ট বোল্ট, নাথান কোল্টার-নাইল
পার্থ স্কর্চার্স অ্যাশটন টার্নার (অধিনায়ক), জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, অ্যাডাম লিথ, নিক হবসন, অ্যাশটন অ্যাগার, অ্যারন হার্ডি, অ্যান্ড্রু টাই, ঝিয়ে রিচার্ডসন, পিটার হ্যাটজোগ্লো, জেসন বেহরেনডর্ফ
Exit mobile version