মাঠ কিংবা মাঠের বাইরে, খেলোয়াড়দের মেজাজ হারানোর ঘটনা একেবারেই কম নয়। এ নিয়ে নানান সময়ে দেখা, গেছে বিতর্কও। মাঠের নায়করা আবার কখনো শিরোনাম হয়ে যান খলনায়ক হিসেবে। এবার ঠিক এমনই এক কান্ড ঘটিয়ে বসলেন পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ঘরোয়া ক্রিকেটেই দর্শক পেটানোর মতো গুরুতর ঘটনা ঘটিয়েছেন এই পাকিস্তানি পেসার।
ঘটনাটি পাঞ্জাবের পাকতুন জেলার আরিফ ওয়ালাতে ঘরোয়া ম্যাচ চলাকালীন সময়ের। সেই ম্যাচে খেলার সময় হাসানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন উপস্থিত দর্শকরা। এসময় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের ক্যাচ ছাড়ার বিষয়টি টেনে আনেন দর্শকরা। আর তাতেই মেজাজ হারিয়ে বসেন তিনি। তেড়ে যান দর্শকদের দিকেও।
দর্শকদের কথা সহ্য করতে না পেরে, একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান হাসান। এই ঘটনাটি সামনে আসে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজের মাধ্যমে। অবশ্য শুধু গণমাধ্যমের খবরেই নয়, দর্শকদের সঙ্গে পাকিস্তানি পেসারের মারামারির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেটি খুব অল্প সময়ের মধ্যেই সকল ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে গেছে।এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তোপের মুখে এই পাকিস্তানি ক্রিকেটার।
তবে এই ঘটনায় হাসানের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর তাকে মাঠ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে খেলার আয়োজক কর্তৃপক্ষ। অবশ্য বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান হোম সিরিজের দলেও তাকে ডাকেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা।
সর্বশেষ জাতীয় দলের জার্সিতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারার কারনে দলে জায়গা হারান হাসান। সর্বশেষ চার টেস্টে তার উইকেট সংখ্যা সর্বসাকুল্যে ৫। কিন্তু বাদ পড়াতেই থেমে যেতে নারাজ এই তারকা। বেশকিছু দিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন, আবারো দেশের জার্সিতে ফিরতে চান তিনি। আর এজন্য ঘরোয়া লিগে কঠোর পরিশ্রম আর পারফর্ম করতেও প্রতিশ্রুতিশীল হাসান।তবে আপাতত মারপিটের ঘটনাতেই সমালোচনা আর ট্রলের শিকার হচ্ছেন তিনি৷ ব্যাপারটি শোরগোল ফেলেছে পাকিস্তান ক্রিকেটে।