এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে, ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ ছিল এই ওয়েস্ট ইন্ডিজই। এরপর সাদা পোষাকের ক্রিকেটের প্রতি তার অনিহার কথা প্রায়শই জানিয়েছেন তিনি।
এবারও অনেকটা বোর্ডের চাপে পড়েই টেস্টে ফিরেছেন মুস্তাফিজ। তবে ফিজের এই ফিরে আসাটা নিয়মিত কি না এটা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে জোর আলোচনা। তবে, এই সময়ে এই ব্যাপারে আলোচনাটা মোটেই চাইছেন না টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমেই চলে আসে মুস্তাফিজের টেস্ট খেলার ব্যাপারটি। সেখানে কাটার মাস্টারের সিদ্ধান্তকে সম্মান করার আহবান জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, ‘দেখুন একেকজনের প্রেফারেন্স একেক রকম থাকতে পারে। এখানে কাউকে অনুপ্রানিত করার কিছু নাই। মুস্তাফিজ যদি প্রেফার করেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়, এবং ওটা যদি ওর জন্য ভালো হয় তাহলে আমার মনে হয় সেটাই আমাদের সম্মান করা উচিত।’
টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক সাকিব আরো বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যদি দুই ম্যাচের কথা চিন্তা করি, আমি এটার দিকে ফোকাস করতে চাচ্ছি এবং আমি নিশ্চিত ও খুবই মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। কিন্তু আপনি যদি দীর্ঘ পরিসরের কথা বলেন, আমি জানি না ওর মনে কি আছে, টেস্ট খেলতে চায় কি না চায়। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই আলাদা আলাদা কিছু প্রেফারেন্স থাকে, পছন্দ থাকে, কমফোর্ট জোন থাকে। সেটাকে সম্মান করা উচিত।’
প্রায় দেড় বছর পরে আবারো টেস্টে ফিরেছেন ফিজ। যেই উইন্ডিজ দলের সাথে সর্বশেষ ম্যাচ খেলেছেন, সেই উইন্ডিজের সাথেই আবার ফিরছেন টেস্টে। লাল বলের ক্রিকেটে অনিহা থাকলেও সিরিজে যেহেতু যোগ দিয়েছেন তাহলে পূর্ণ প্রস্তুতি নিয়েই খেলবেন ফিজ এমনটাই মনে করছেন সাকিব। ফিজের খেলার ব্যাপারে তিনি বলেন, ‘যেহেতু সে এই সিরিজে আছে, আমার মনে হয় নিশ্চিত ও মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। এবং এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’