অনেক দিন থেকেই টি টোয়েন্টিতে ছন্দে নেই মুশফিকুর রহিম। বিভিন্ন সময় তাকে ঘিরে সমালোচনার ডালপালা মেলেছে৷ এশিয়া কাপে ব্যর্থ হওয়ার পর সেই সমালোচনার পালে আরো হাওয়া লেগেছে। এর মধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দিয়েছেন এই বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান । নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মুশফিক তার স্ট্যাটাসে লিখেছেন,” সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি-টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। “
মুশফিকের অবসরের ঘোষনার পর দেশের ক্রিকেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে অভিনন্দন থেকে শুরু করে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন অনেকে। বাদ যাননি টিম বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম-রিয়াদরাও।
কিছুদিন আগে টি-টোয়েন্টি ত্থেকে অবসর নেওয়া তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মুশিকে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন,” অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোন ফ্লুক নয়। বছরের পর বছর তোকে কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সব সময় সবটুকু ফুটিয়ে তুলতে পারেনা। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার। টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু। “
মুশফিককের অবসর নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি তার ফেসবুকে লিখেন,” প্রিয় মুশফিক, তোমার ঘোষনা শোনার পর আমার হৃদয় ভেঙে গেছে। টি-টোয়েন্টিতে তোমার যা অর্জন ও যেমন ক্যারিয়ার গড়েছ তুমি, সেজন্য তোমাকে সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টি খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজের নীতি যে কোন ফরম্যাটে অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।”
উল্লেখ্য, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিক প্রথম ‘ডাবল সেঞ্চুরির’ কৃতিত্ব অর্জন করেন। ইতোমধ্যে মুশফিক অবসরের চিঠিও পাঠিয়ে দিয়েছেন ক্রিকেট বোর্ডে। তবে এখন পর্যন্ত তার চিঠি গ্রহন করেনি ক্রিকেট বোর্ড।