BJ Sports – Cricket Prediction, Live Score

মিরাজের প্রত্যাশা, উইন্ডিজ সফরে ‘কামব্যাক’ করবে বাংলাদেশ

Miraz still flew to the West Indies with the team.

Miraz still flew to the West Indies with the team.

দীর্ঘ চার বছর পর আবারো ওয়েস্ট সফরে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই দুই ধাপে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। ডিপিএলে চোট পাওয়ার পর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের উইন্ডিজ সফর নিয়ে ছিল শঙ্কা। অবশেষে শঙ্কার মেঘ উড়িয়ে দলের সাথে উইন্ডিজ সফরে গিয়েছেন মিরাজ।

উইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেয়ার পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলার প্রাক্কালে মিরাজ শোনালেন আশার বাণী। তিনি বলেন, ‘সর্বশেষ যখন ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম, দুটি সিরিজ জিতেছিলাম—ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওই অভিজ্ঞতাটা মজার ছিল। এবার আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট—তিনটাতেই আশা করি, ভালো ক্রিকেট খেলব।

মিরাজ আরো বলেন ” টেস্টে হয়ত সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা “কামব্যাক” করতে পারব। এটা আমাদের বিশ্বাস আছে। দেখুন , আমরা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছি নিউজিল্যান্ডেরল কন্ডিশনে গিয়ে। এ রকম না যে আমরা পারি না। হয়ত আমাদের খারাপ সময় যাচ্ছে, তবে ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।’

সাম্প্রতিক সময়ে সাদা পোষাকের ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্স মোটেও আশানুরূপ নয়। মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্ট জয়ের উচ্ছ্বাস ম্লান হয়েছে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজে বিশাল ব্যবধানের হারে। তবে কি এবার উইন্ডিজ সফরে টেস্ট ক্রিকেটে আবারো কামব্যাক করবে বাংলাদেশ? উত্তর তোলা থাকুক সময়ের হাতে।

Exit mobile version