‘মা’ শব্দটি শোনার সঙ্গে সঙ্গেই আমাদের হৃদয়ের মানসপটে ভেসে উঠে অসীম, চিরন্তন, আত্মত্যাগ, ভালোবাসার প্রতিচ্ছবি। ছোট্ট একটি শব্দ ‘মা’। কিন্তু কি বিশাল তার পরিধি। মায়ের ভালোবাসার ক্ষমতা নির্ণয়ের কোনো মাপকাঠি আজও আবিষ্কৃত হয়নি।মমতাময়ী মায়েদের জন্য আজ বিশেষ একটি দিন। আজ বিশ্ব ‘মা’ দিবস।
মা দিবসে নিজের মাকে নিয়ে অনেকেই লিখছেন অনেক কথা। এর বাইরে নন ক্রীড়াঙ্গনের মানুষজনও। মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ফ্যান পেইজে শচীন টেন্ডুলকার নিজের মায়ের সাথে একটি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীতে আমাদের হাজারো দুশ্চিন্তা থাকতে পারে। কিন্তু আমাদের মায়ের প্রধান দুশ্চিন্তা আমরা সময়মতো খাবার পেলাম কিনা সেটা নিয়ে। মায়ের ভালোবাসা এমনই।
আরেক ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং নিজের স্ত্রীর সাথে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই মা দিবসে বাবা হিসেবে আমার যাত্রা ভাগ করে নিতে পেরে আমি অভিভূত। আমি বিশ্বাস করি যে, আমরা মায়ের জন্য সবচেয়ে ভালো যে কাজটি করতে পারি তা হল অভিভাবকত্বের সমান অংশীদার হওয়া। ডায়াপারিং হোক বা খাওয়ানো, আমি সবসময় শিখছিলাম কিন্তু হ্যাজেল (যুবরাজের স্ত্রী) ছিল নিখুঁত।’ অন্য একটি পোস্টে যুবরাজ লিখেছেন, আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক দুই নারীকে ( মা এবং স্ত্রী) মা দিবসের শুভেচ্ছা জানাই। একজন অসাধারণ মা হয়ে উঠতে একজন অসাধারণ নারী হওয়া প্রয়োজন।
নিজের মায়ের সাথে একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। সেখানে সাব্বির লিখেছেন, ‘এমন একজন মহিলাকে মা দিবসের শুভেচ্ছা যিনি সব সময় আমার সাথে থাকার জন্য এবং নিঃশর্তভাবে আমাকে ভালবাসার জন্য একটি পদকের প্রাপ্য। সকল মাকে মা দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশ জাতীয় দলের আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত নিজের ফ্যান পেইজে মায়ের ছবি শেয়ার করে লিখেছেন – ‘হ্যাপি মাদার্স ডে। তুমিই আমাকে সবকিছু মোকাবেলা করার শক্তি দাও।’