Skip to main content

মাহিন্দা রাজাপক্ষের সমালোচনায় এবার সাঙ্গাকারা – জয়াবর্ধনে

Mahela Jayawardene and Kumar Sangakkara

Mahela Jayawardene and Kumar Sangakkara

দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ এবার ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়ে রাজনীতিতেও। অর্থনৈতিক সংকট থেকে রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তাতেও শান্ত নয় সেখানকার পরিস্থিতি।

জনজীবনে বিরাজ করছে আতঙ্ক। সরকার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের বেদড়ক পেটাচ্ছেন বিরোধী দলের সমর্থকরা। এছাড়াও সেখানকার এমপি মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করছেন উত্তেজিত জনতারা। পরিস্থিতি সামাল দিতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। 

এমন পরিস্থিতিতে মাহিন্দা রাজাপক্ষের তুমুল সমালোচনা করেছেন দেশটির দুই কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। এহেন পরিস্থিতির জন্য সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীকে দুষছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন জয়াবর্ধনে। 

সেখানে দেখা যায় এক বিক্ষোভকারী নারীকে বেদড়ক মারছে রাজাপক্ষের সমর্থকেরা। সেই ব্যাপারে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘একজন পুলিশ কর্মকর্তার সামনে এভাবেই সরকারি গুন্ডা বাহিনী একজন নারীকে নির্দয়ভাবে পেটাচ্ছে। লজ্জার ব্যাপার। সরকারি রাজনৈতিক দল ও সরকার সহিংসতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।’

অন্যদিকে টুইটারে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘প্রতিবাদকারী জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকারের দাবি তুলেছেন। কিন্তু তাঁদের ওপর সরকার সমর্থক গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে।’ সাঙ্গাকারা এই সহিংসতাকে সরকারের  পরিকল্পিতই বলছেন।

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন আরেক লঙ্কান তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি টুইট করে নিজ দেশের রাজনীতিকদের ব্যাপারে নিজের বিরক্তি প্রকাশ করেছেন, ‘আমি খুবই হতাশ, আমি ভাবতেও পারছি না, আমাদের দেশের নেতৃত্বে এমন লোকজন বসে আছে।’

গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতায় দ্বীপরাষ্ট্রে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭। দেশব্যাপী আরোপ করা হয়েছে কারফিউ। অর্থনৈতিক অচলাবস্থার পাশাপাশি রাজনৈতিক সংকটের কারণে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র এ মুহূর্তে আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...

SA20 কিংবদন্তি: SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক

SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক SA20 কিংবদন্তি! SA20 লিগ দ্রুতই ক্রিকেট দুনিয়ার অন্যতম রোমাঞ্চকর টি২০ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ঐতিহ্যের সাথে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগগুলোর বৈশ্বিক আকর্ষণ মিশিয়ে, SA20...

বিবিএল বনাম আইপিএল | কিভাবে বিবিএল ২০২৪-২৫ সিজনকে আলাদা করে তোলে | সিজনের বৈশিষ্ট্য

বিগ ব্যাশ লিগের (বিবিএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর সংক্ষিপ্ত বিবরণ বিগ ব্যাশ লিগ (বিবিএল) 20১১ সালে চালু হয়েছিল, যা ভক্তদের উত্তেজিত করার জন্য ডিজাইন করা একটি সংক্ষিপ্ত, দ্রুততর...