দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ এবার ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়ে রাজনীতিতেও। অর্থনৈতিক সংকট থেকে রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তাতেও শান্ত নয় সেখানকার পরিস্থিতি।
জনজীবনে বিরাজ করছে আতঙ্ক। সরকার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের বেদড়ক পেটাচ্ছেন বিরোধী দলের সমর্থকরা। এছাড়াও সেখানকার এমপি মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করছেন উত্তেজিত জনতারা। পরিস্থিতি সামাল দিতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।
এমন পরিস্থিতিতে মাহিন্দা রাজাপক্ষের তুমুল সমালোচনা করেছেন দেশটির দুই কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। এহেন পরিস্থিতির জন্য সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীকে দুষছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন জয়াবর্ধনে।
সেখানে দেখা যায় এক বিক্ষোভকারী নারীকে বেদড়ক মারছে রাজাপক্ষের সমর্থকেরা। সেই ব্যাপারে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘একজন পুলিশ কর্মকর্তার সামনে এভাবেই সরকারি গুন্ডা বাহিনী একজন নারীকে নির্দয়ভাবে পেটাচ্ছে। লজ্জার ব্যাপার। সরকারি রাজনৈতিক দল ও সরকার সহিংসতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।’
অন্যদিকে টুইটারে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘প্রতিবাদকারী জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকারের দাবি তুলেছেন। কিন্তু তাঁদের ওপর সরকার সমর্থক গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে।’ সাঙ্গাকারা এই সহিংসতাকে সরকারের পরিকল্পিতই বলছেন।
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন আরেক লঙ্কান তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি টুইট করে নিজ দেশের রাজনীতিকদের ব্যাপারে নিজের বিরক্তি প্রকাশ করেছেন, ‘আমি খুবই হতাশ, আমি ভাবতেও পারছি না, আমাদের দেশের নেতৃত্বে এমন লোকজন বসে আছে।’
গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতায় দ্বীপরাষ্ট্রে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭। দেশব্যাপী আরোপ করা হয়েছে কারফিউ। অর্থনৈতিক অচলাবস্থার পাশাপাশি রাজনৈতিক সংকটের কারণে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র এ মুহূর্তে আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।