বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কদের যদি তালিকা করা হয় তাহলে ওপরের সারিতেই থাকবে মাশরাফি বিন মুর্তজার নাম।
তার ক্ষুরধার নেতৃত্বে বাংলাদেশে ক্রিকেট এগিয়ে গেছে, বুক চিতিয়ে লড়তে সাহস দেখাচ্ছে।অনেকদিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন চিত্রা পাড়ের নড়াইল এক্সপ্রেস।
আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন ম্যাশ। পারফরম্যান্সও চোখে পড়ার মতো। ক্রিকেটের পাশাপাশি একজন সাংসদ হিসেবেও নিজের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তবে, ভক্ত সমর্থকদের আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাল ধরবেন মাশরাফি। ভবিষ্যতে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে মাশরাফিকে দেখতে চান সমর্থকেরা।
তবে দেশের ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিসিবি বস হতে গেলে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবে সভাপতি না করলেও ম্যাশকে নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল তার।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাপন। তিনি জানান, ক্রিকেটিয় ক্যারিয়ারের শেষে ম্যাশকে জাতীয় দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়ার ইচ্ছে ছিল তার। তবে বিপত্তিটা ঘটেছে ম্যাশ এমপি হিসেবে নির্বাচিত হওয়ায়।
এই ব্যাপারে পাপন বলেন, ‘মাশরাফিকে নিয়ে আমার প্রথম থেকেই প্ল্যান ছিল। আমার কাছে মনে হয় মাশরাফি এখন অনেক ব্যস্ত। ও এখন প্রচুর সময় দিচ্ছে রাজনীতিতে। আমার ব্যক্তিগত একটি ইচ্ছা ছিল সেটি ও জানে। আমি সবাইকে বলতাম, ও যেদিন অবসর নিবে আমি ওকে বাংলাদেশ দলের ম্যানেজার বানিয়ে দিব। কিন্তু মাঝখানে বিপদ হলো ও তো এমপি হয়ে গেল। তো এমপিকে এখন আমি কিভাবে ম্যানেজার করি?