BJ Sports – Cricket Prediction, Live Score

মরুর বুকে আবার ভারত – পাকিস্তান লড়াই, কি পরিকল্পনা দুই দলের?

মরুর বুকে আবার ভারত - পাকিস্তান লড়াই, কি পরিকল্পনা দুই দলের?

মরুর বুকে আবার ভারত - পাকিস্তান লড়াই, কি পরিকল্পনা দুই দলের?

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। তবে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর।এবার শেষ চারে আবারো মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। একদিকে যেমন মুকুট ধরে রাখার লড়াই রোহিতদের। তেমনি বাবর আজমদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার পালা। 

হাই ভোল্টেজ এই ম্যাচ জিততে কি পরিকল্পনা করেছে দুই দলের খেলোয়াড়রা? ইনজুরির কারনে দুই দলেই তাদের সেরা একাদশ মাঠে নামাতে পারছেনা। ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় আভাস দিয়েছেন ইনজুরিতে পড়া জাদেজার বদলে ম্যাচে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল বা রবিচন্দন অশ্বিনকে। দ্রাবিড় বলেনঅশ্বনি দারুন একজন ক্রিকেটার। সে যেমন বল হাতেও চার ওভার করে দিতে পারে তেমনি ব্যাট হাতেও সমান কার্যকর  

অন্যদিকে দুই দলেই চোট সমস্যা থাকলেও দলে কে আছে কে নেই, সেই হিসেব করছে না পাকিস্তান। ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে পাকিস্তানের তারকা ক্রিকেটার রিজওয়ান বলেন, ” ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই চাপের গোটা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। আমাদের মতো ভারতের উপরও চাপ থাকবে। মাঠে যারা সাহস রেখে শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি।ভারতপাকিস্তান ম্যাচ মানেই দুই জাতির মর্যাদার লড়াই। এমনকি দুই দেশের সমর্থকদের মাঝেও শিরোপা জয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে, এই ম্যাচে জয় পাওয়া। 

সতীর্থদের পরামর্শ দিয়ে রিজওয়ান আরো বলেন ” ‘দলের সবাইকে বলেছি সামনে ভারত থাকুক কিংবা হংকং, খেলা হবে ব্যাট এবং বলের। আমাদের সাধারণ থাকতে হবে। বাড়তি কিছু চেষ্টা করার দরকার নেই। এটা অবশ্যই বড় ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী। আমরা কঠোর পরিশ্রম করতে পারি, কিন্তু ফলাফল আমাদের হাতে নেই।

এশিয়া কাপে সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবারের এশিয়া কাপেও শিরোপার জোর দাবিদার রোহিত শর্মার দল। অন্যদিকে রিজওয়ান সংবাদ সম্মেলনে জানিয়েছেন পাকিস্তানের লক্ষ্য ফাইনালে উঠা। দেখা যাক তার আগে আজকের ম্যাচের ময়দানী লড়াইয়ে কে জিতে?

Exit mobile version