আর কিছুদিন পরেই মাঠে গড়াবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের অষ্টম আসরটিতে অংশগ্রহণ করবে মোট ১৬টি দল। ইতিমধ্যেই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো।ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর মতে বিশ্বকাপের সুপার টুয়েলভে থাকা দলগুলোর মধ্যে এবারের হট ফেভারিট ভারত–অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের আগে দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড। সাত ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৪–৩ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে ইংলিশরা। এমন দুর্দান্ত সিরিজ জয়ের পরেও বিশ্বকাপে নিজেদের ফেভারিট মানছেন না মঈন।
তিনি বলেন, “এই সিরিজ জিতে আমরা খুব খুশি ও ভালো অবস্থানে থেকেই অস্ট্রেলিয়া যাবো। কিন্তু এই বিশ্বকাপে আমার মনে হয়না আমরা ফেভারিট। আমার একদমই সেটা মনে হয় না।“
তবে বিপদজনক দল হিসেবে তাদের বিপক্ষে অন্য দল খেলতে ভীত থাকবে বলেও মনে করেন এই ইংলিশ অলরাউন্ডার। তিনি বলেন, “তবে, আমরা বিপদজনক দল এবং অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে ভীত থাকবে। তবে, আমার মনে হয় এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ভারত ফেভারিট।“
টি টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপের আয়োজক ও অস্ট্রেলিয়া। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকে অজিরা। তাই স্বাগতিক হিসেবে এবারও তারা চাইবে ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে। ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সেদিন জানা যাবে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি।