BJ Sports – Cricket Prediction, Live Score

ভুল শুধরে শক্তিশালী হয়ে ফিরতে চান রোহিত শর্মা

Rohit Sharma is a very successful captain in the jersey of Mumbai Indians in the Indian Premier League (IPL)

Rohit Sharma is a very successful captain in the jersey of Mumbai Indians in the Indian Premier League (IPL)

ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে বেশ সফল অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাইকে সর্ব্বোচ্চ পাঁচবার ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন রোহিত। তবে এবারের আসরে রোহিতের দল ছিল পুরোপুরি ব্যর্থ। ১৪ ম্যাচ খেলে মোটে চারটিতে জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই৷ প্রথম আট ম্যাচে মুম্বাই জয়ের দেখাই পায় নি৷

দলের পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন রোহিত। পুরো মৌসুমের একটি অর্ধ শতকের দেখাও পান নি ভারতীয় জাতীয় দলের অধিনায়ক। তবে থেমে নেই রোহিত। তিনি যে এখন থেকেই পরের আইপিএল নিয়ে ভাবতে শুরু করেছেন, তা মুম্বই অধিনায়কের কথায় পরিষ্কার। এবারের আসরের ভুল শুধরে সামনের আসরে আরোও শক্তিশালী হয়ে ফিরবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোহিত বলেন, ‘একটা অপ্রত্যাশিত মৌসুম গেল আমাদের জন্য। তবে এবারের আইপিএল থেকে যা শিখেছি আর যা ইতিবাচক প্রাপ্তি হয়েছে, তার উপরে নজর দিতে চাই। যে ভাবে দলের সবাই একে অন্যের পাশে থেকেছে এবং সাহায্য করেছে, সেটা দেখে দারুণ লেগেছে। এবার দেখতে হবে পরের মৌসুমের জন্য আমরা কী ভাবে প্রস্তুতি নেই। আমরা শেষটা ভাল ভাবেই করেছি। যেটা আমাদের পক্ষে একটা ভাল দিক। পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরব।

এবারের আসরে দলের খেলোয়াড়দের একতা মুগ্ধ করেছে রোহিতকে। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের ওপরও বেশ খুশি অধিনায়ক৷ রোহিত বলেন, ‘দলের মধ্যে যে একতাটা দেখছি, সেটা খুব ভাল ব্যাপার। কেউ হাল ছাড়েনি। একটা পরিবারের মত ছিলাম আমরা। অনুশীলনে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আমাদের সামনে একটাই লক্ষ্য ছিল এবং সবাই সেই লক্ষ্যের দিকেই এগিয়েছে। ভবিষ্যতে এদের মধ্যে অনেকেই দারুণ ক্রিকেটার হয়ে উঠবে। ওদের দায়িত্ব নেওয়ার মনোভাব সবাইকে খুশি করেছে। ওরা মানসিক ভাবে খুবই শক্তিশালী এবং সাফল্যের খিদেটাও আছে।’

 

Exit mobile version