Skip to main content

ভারত সফর হবে, কামিন্স ও অস্ট্রেলিয়ার অগ্নিপরীক্ষা

ভারত সফর হবে, কামিন্স ও অস্ট্রেলিয়ার অগ্নিপরীক্ষা

বর্তমান সময়ে দারুণ ছন্দে আছে অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে অজিরা। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ। আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে তারা। ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে হতে যাওয়া বোর্ডার – গাভাস্কার ট্রফিই হবে কামিন্স এবং অস্ট্রেলিয়ার অগ্নিপরীক্ষা। আর এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার। 

গত ১৯ বছর ধরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি অজিরা। তাই ভারতের মাটিতে জেতাটা কঠিনই হবে বলে মনে করছেন অজি কিংবদন্তি। যে কারণে কামিন্স এবং অস্ট্রেলিয়ার জন্য এটা অগ্নিপরীক্ষাই বটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” ঘরের মাঠে দক্ষিন আফ্রিকার বিপক্ষে  দারুন খেললো ছেলেরা। দারুন ফর্মে আছে ওরা। তবে সামনেই ইন্ডিয়ার সাথে সিরিজ। ঘরের মাঠে ইন্ডিয়া সব সময়েই শক্ত প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া দলের জন্য তাই ভারত সফর অগ্নিপরীক্ষা হতে চলেছে। ” 

বোর্ডার আরও বলেন, ” ঘরের মাঠে ইন্ডিয়াকে হারানো ভীষন কঠিন। ওরা নিজেদের মাটিতে প্রতিপক্ষকে কোন ছাড় দেয়না। আমরা সেখানে অনেক দিন ধরেই জিততে পারিনি। ভারতে খেলাটা কঠিন। সেখানকার পিচ আমাদের এখান থেকে ভিন্ন রকম। সেখানে জেতা আর ইংল্যান্ডে জেতা একই রকম। অস্ট্রেলিয়াকে তাই কঠিন সময়ের মুখোমুখিই হতে হবে।  আগামী ১২ মাস অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও অধিনায়ক প্যাট কামিন্সের জন্য তাই অগ্নিপরীক্ষ। তবে কামিন্স  একজন লড়াকু সৈনিক,  আশাকরি দারুনভাবে সে পরিস্থিতি সামলে নেবে।”

অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাওয়ার  পর থেকে দারুণ কাটছে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলারের সময়। অধিনায়ক হিসেবে অ্যাশেজে ৪ – ০ ব্যবধানে জয় দিয়ে শুরু করেন তিনি। এরপর তার নেতৃত্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিন আফ্রিকার বিপক্ষেও জয় পেয়েছে অজিরা। কিন্তু অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলারকেই প্রথমে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারেনি অ্যালান বোর্ডার। 

কিন্তু কামিন্স যে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তাও স্বীকার করেন তিনি। সাক্ষাৎকারে এই কিংবদন্তি  আরো বলেন, ” অস্ট্রেলিয়াকে অতীতে দারুন সব ক্রিকেটার নেতৃত্ব দিয়েছে। তবে  একজন ফাস্ট বোলারকে অধিনায়ক করা দেখতে আমি আগ্রহী ছিলাম না। শুরুতে কামিন্স কেমন করে সেটা দেখতে মুখিয়ে ছিলাম। কিন্তু কামিন্সই আমাদের এক নম্বর বোলার এবং এখানে ব্যক্তির চেয়ে পদবীটাই বড়। সে দারুণভাবে অধিনায়কত্ব করে অনেককেই ভুল প্রমাণ করেছে। দলটাকে দারুনভাবে নেতৃত্ব দিচ্ছে ও। তবে ভারত সফরে কেমন করে সেটা দেখার জন্য অপেক্ষায় আছি।  “

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার ভারত সফরে চার ম্যাচের টেস্টে সিরিজে মুখোমুখি হবে দুই দল। কিন্তু এরপর আর চার ম্যাচের টেস্ট খেলবে না ভারত – অস্ট্রেলিয়া। ভারত – অস্ট্রেলিয়ার পরবর্তী সূচিতেও দেখা যায় চার ম্যাচের কোনো টেস্ট নেই এই দুই দলের।  ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেই জানানো হয় যে, এই টেস্ট সিরিজই হবে ভারত – অস্ট্রেলিয়ার শেষ চার ম্যাচের টেস্ট।

আরো আজকের ট্রেন্ডিং

SA20 2025 স্কোয়াডের বিশ্লেষণ: সমস্ত ৬ টি দলের খেলোয়াড়দের বিশ্লেষণ

SA20 2025 স্কোয়াডের বিশ্লেষণ: সমস্ত ৬ টি দলের খেলোয়াড়দের বিশ্লেষণ! SA20 2025 মরসুম দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগের উত্তেজনাপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। ছয়টি শক্তিশালী দল, আন্তর্জাতিক তারকা এবং স্থানীয় প্রতিভার...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...