BJ Sports – Cricket Prediction, Live Score

ভারত সফর অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নই হবেঃ পন্টিং

ভারত সফর অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নই হবেঃ পন্টিং

India tour will be a nightmare for Australia: Ponting

ভারতের মাটিতে শুরু হয়েছে ভারতঅস্ট্রেলিয়া হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। ক্রিকেটের দুই পরাশক্তির এই লড়াইয়ের প্রথম দিনেই বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে অলআউট করে দেয় স্বাগতিক ভারত। দেশে থাকতো  ভারত সফরের জন্য অজিরা আলাদা প্রস্তুতি নিলেও তা কাজে আসেনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দৈন্যদশা ফুটে ওঠে ব্যাটিংয়ে। এবার ভারত সফর অস্ট্রেলিয়ার জন্য তাই দুঃস্বপ্নই হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। 

দীর্ঘদিন পর চোট থেকে ফিরে জাদেজা রীতিমতো তান্ডব চালান অস্ট্রেলিয়ার উপরে। তার বাঁহাতি স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ব্যাটিংয়ে একের পর এল ধস নামতে থাকে অস্ট্রেলিয়ার। মাত্র ৪৭ রান দিয়ে জাদেজা একাই নিয়েছেন উইকেট। দলের আর এক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন উইকেট। প্রথম টেস্টের ১১ উইকেটের মধ্যে টি উইকেটই পেয়েছেন স্পিনাররা। ভারতের মাটিতে স্পিনাররা যে একটা বড় ফ্যাক্টর হবে সেটা আগেই বোঝা গিয়েছিলো। সেই অনুযায়ী তারা প্রস্তুতিও নিয়েছিলো। যদিও সেটা প্রথম ইনিংসে কাজে আসেনি।

ভারতঅস্ট্রেলিয়ার এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে কথা বলেন রিকি পন্টিং। তিনি বলেন, ” আমি আগে থেকেই ধারণা করেছিলাম যে ভারতের উইকেট এমন আচরণই করবে। আমার অতীত অভিজ্ঞতা সেটাই বলে৷  কিছুদিন আগেও এই পিচ দেখার পর এটা নিয়ে আলোচনা শুরু হয়। তখন আমিও দেখেছি। ভারতের এই পিচে টিকে থাকা কঠিন। আর অস্ট্রেলিয়াকে হারানোর সেরা উপায় এই টার্নিং উইকেট তৈরি করা। ভারত সেই সেরা উপায়টাই বের করেছে।  স্বাগতিকরা সব সময় পিচের বাড়তি সুবিধা নেয়। ভারতীয়রাও সেটাই নিচ্ছে। ” 

পন্টিং আরও বলেন, ” আমাদের ব্যাটসম্যানরা এই উইকেটে অভ্যস্ত নয়। তাদের জন্য এখানে খেলা সহজ হবে না। আরেকটি বিষয় হলো ভারতের স্পিনাররা অস্ট্রেলিয়ার থেকে ভালো। তারা এই ধরনের পিচে খেলতে অভ্যস্ত এবং সব সময় ভালো করে। এই পিচে তাই বাড়তি সুবিধা পাবে  ভারতীয়রা সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে নাগপুরে। প্রসঙ্গে  পন্টিং আরো বলেন, ” অস্ট্রেলিয়া দলে দুইজন অফস্পিনার আছে। আর একজন তো নতুন, তার এই নাগপুরেই অভিষেক হলো। ভারতের এমন পিচ বানানোর কারণটা আমি ভালো করেই বুঝতে পারছি। ভারত সফর তাই অস্ট্রেলিয়ার জন্য দু:স্বপ্নই হবে।  “

উল্লেখ্য, ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট নিয়ে চর্চা শুরু হয় ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই। পিচ নিয়ে কারসাজি করেছে ভারত, এমন অভিযোগ করে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো। বিষয়টি নিয়ে বাকযুদ্ধ শুরু হয় দুই দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে। এমনকি পিচ নিয়ে মন্তব্য করেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।  তবে স্পিন সহায়ক উইকেট তৈরি করা হবে এমন অনুমতি আগে থেকেই ছিল।

Exit mobile version