Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ৩১ আগস্ট: এশিয়া কাপ ২০২২ – ম্যাচ ৪ (ভারত বনাম হংকং)

IND vs HK

ভারত বনাম হংকং

ভারত বনাম হংকং (ম্যাচ ৪) – হাইলাইটস

আফগানিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপ ২০২২ এর সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। দুবাইয়ে হংকংকে ৪০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়ে ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। এর আগে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছিল ভারতীয়রা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৯২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় হংকংয়ের ইনিংস। হেরে গেলেও দারুন লড়াই করেছে হংকং। শুরুতে বোলিংয়ে ভারতকে চেপে ধরেছিল। যদিও শেষ মুহূর্তে সেই চাপ আর রাখতে পারেনি। অনেক রান তুলে নেন বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদব।

ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত শর্মা (১৩ বলে ২১) এবং উইকেট রক্ষক ব্যাটার কেএল রাহুলের ৩৮ রানের উদ্বোধনী জুটির পর উইকেটে আসেন কোহলি। রাহুলকে নিয়ে তিনি গড়েন ৫৬ রানের জুটি। এরপর ৩৬ রানে বিদায় নেন রাহুল। কোহলি বাকিটা পথ পাড়ি দেন সূর্যকুমারকে সঙ্গে নিয়ে।

১৩ ওভার শেষে ৯৪ রানে দুই ওপেনারের বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি ভারত। ৪২ বলে অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েন কোহলি ও সূর্যকুমার। শেষ ৫ ওভারে ৭৮ রান তুলেন দুজন।

৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি। তার ৪৪ বলের ইনিংসে ছিল একটি চার ও ৩টি ছয়ের মার। কোহলির আগের হাফসেঞ্চুরিটি ছিল এ বছরের ফেব্রুয়ারিতে। সেটাও এই টি-টোয়েন্টি ফরম্যাটেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ বলে ৫২ রান করে রোস্টন চেজের বলে আউট হয়েছিলেন তিনি।

কোহলি ১৩৪ স্ট্রাইকরেটের আশপাশে রান তুললেও সূর্যকুমার রীতিমতো হংকংয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান। ৬ চার ও ৬ ছক্কায়, ২৬ বলে অপরাজিত ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২৬১.৫৪! হংকংয়ের হয়ে একটি করে উইকেট নেন আয়ুশ শুকলা ও মোহাম্মদ গাজানফার।

১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সঠিক পথেই ছিল খর্বশক্তির হংকং। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে ফেলে তারা। এর মধ্যে আর্শদীপ সিংয়ের করা ইনিংসের ষষ্ঠ ওভারে ১৭ রান নেয় হংকং। এর পর থেকেই কিছুটা করে ব্যাকফুফে চলে যায় তাঁরা। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তারা তোলে ৬৫ রান। এ পর্যায়ে এসে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ৭০ রান।

শেষ পর্যন্ত সব কটি ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন বাবর হায়াতের। ৩০ রান আসে কিঞ্চিং শাহের ব্যাট থেকে। শেষ দিকে ফাইট করেছিলেন জিশান আলি ও স্কট ম্যাককিনি। এ দুজনের মধ্যে জিশান ১৭ বলে ২৬ ও ম্যাককিনি ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও আবেশ খান। ১০ ইনিংস পর ভারতের জার্সিতে বিরাট কোহলি প্রথমবার ফিফটি পেলেও ২৬ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। 


ভারত বনাম হংকং এর স্কোরবোর্ড

ভারত১৯২/২ (২০.০)

হংকং – ১৫২/৫ (২০.০)

ফলাফল – ভারত ৪০ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – সূর্যকুমার যাদব


ভারত বনাম হংকং


ভারত বনাম হংকং ম্যাচের একাদশ

ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, দিনেশ কার্তিক, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, এবং আর্শদীপ সিং।
হংকং নিজাকত খান (অধিনায়ক), স্কট ম্যাককেনি (উইকেট রক্ষক), ইয়াসিম মুর্তজা, কিঞ্চিত শাহ, বাবর হায়াত, আইজাজ খান, জিশান আলী, এহসান খান, হারুন আরশাদ, আয়ুশ শুক্লা, এবং মোহাম্মদ গজানফার।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...