BJ Sports – Cricket Prediction, Live Score

ভারত – অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন

ভারত - অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন

India - Australia 3rd Test venue changed

ভারতঅস্ট্রেলিয়ার মধ্যকার হাই ভোল্টেজ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু সরে গেল ধর্মশালা থেকে। আগামী মার্চে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল তৃতীয় টেস্টটি। কিন্তু পাঁচ ম্যাচের টেস্ট খেলার জন্য এখনও প্রস্তুত নয় এই স্টেডিয়াম। যে কারণে সরিয়ে ফেলা হয়েছে ভেন্যু। তবে নতুন ভেন্যু কোথায় সেটা এখনও জানা যায়নি। 

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো থেকে জানা যায়, বোর্ডের একটি পরিদর্শক প্যানেল ধর্মশালায় গিয়ে সেখানে টেস্ট ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত দেখেনি মাঠ। আর তাদের দেওয়া নেতিবাচক প্রতিবেদনের পর ধর্মশালা থেকে ভেন্যু সরিয়ে দিয়েছে বিসিসিআই। এদিকে এই টেস্ট ম্যাচ খেলার ক্ষেত্রে নতুন ভেন্যু হিসেবে দৌঁড়ে আছে ইন্দোর রাজকোট। আর খুব তাড়াতাড়িই জানানো হবে নতুন ভেন্যুর নাম। 

গত শনিবার বোর্ডের পরিদর্শক টিম মাঠ পর্যবেক্ষন করে। আর সেখানে পরিদর্শন করে সন্তুষ্ট হতে পারেনি তারা। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের কতৃপক্ষ  হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের ড্রেনেজ ব্যবস্থার সংস্করণ করে। এতে আউটফিল্ডে বেশ কয়েকটি জায়গায় সমস্যা ধরা পড়ে। মাঠের বেশ কিছু জায়গায় ঘাসহীনও দেখা যায়। গত বছর ফেব্রুয়ারি মাসের পর এখানে আর কোনো ম্যাচ হয়নি। তখন টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতঅস্ট্রেলিয়া।

ধর্মশালার মাঠে নতুন করে পিচ এবং আউটফিল্ড তৈরি করা হয়। আর এরপর মাঠ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষাও করা হয়নি। বিষয়ে একজন বোর্ড কর্তা জানান, মাঠ পরীক্ষা করা এখনই বড় বিষয় নয়। কারণ পিচের কাছে এখনও একটি ছোট্ট অংশের কাজ বাকি রয়ে গেছে। তাই এখানে এখনই টেস্ট ম্যাচ খেলা সম্ভব নয়।  

উল্লেখ্য, ধর্মশালায় ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এই বোর্ডারগাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচটি হয়েছিল সেই ২০১৭ সালে। সেইবার অজিদের হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। এবারও অজিদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া তারা। এমনিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জিতে ব্যবধানে এগিয়েই আছে টিম ইন্ডিয়া। আর এটা তাদের জন্য বাড়তি অক্সিজেনই বটে।

Exit mobile version